সরকারি টাকায় রাজপ্রাসাদ!— প্রাক্তন মুখ্যমন্ত্রীর ‘শিশমহল’ ঘিরে বিজেপির তোপ

চন্ডীগড়: দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি-প্রমুখ অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বিরুদ্ধে এক ‘বিস্ফোরক তথ্য’ প্রকাশ করে তোপ দাগল বিজেপি (BJP)। তাঁদের দাবী পাঞ্জাব সরকারের তহবিল থেকে নিজের জন্য বিলাসবহুল ‘শিশমহল’ বানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।

Advertisements

X-এর একটি পোস্টে, দিল্লি বিজেপি (BJP) অভিযোগ করেছে যে কেজরিওয়াল চন্ডীগড়ের সেক্টর ২-এ নিজের জন্য একটি “দুই একর জায়গার উপর ৭-তারা সরকারি বাংলো” বানিয়েছেন, যা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের (Bhagwant Mann) “কোটা” থেকে নেওয়া হয়েছে।

   

কেজরিওয়ালকে পাঞ্জাবের ‘সুপার মুখ্যমন্ত্রী’ বলে কটাক্ষ করে এক্সে বিজেপি লেখে, “নিজেকে আম আদমি (আমজনতা) বলে দাবী করা কেজরিওয়াল নিজের জন্য আরও একটি শিশমহল বানিয়ে ফেলেছেন!” চন্ডিগড়ের বাড়িটিকে ‘শিশমহল ২.০’ বলে উল্লেখ করেছে বিজেপি।

কেজরিওয়ালকে ‘বিশেষ সুবিধা’ দেওয়ার জন্য মান-সরকারকে বিঁধেছেন আপ-নেত্রীই!

প্রসঙ্গত, বিজেপির মোট অনেক্তা একই রকম পোস্ট করেছেন কেজরির দলেরই রাজ্যসভা সদস্যা সোয়াতি মালিওয়াল (Swati Maliwal)। মান সরকারের বিরুদ্ধে কেজরিওয়ালকে ‘বিশেষ সুবিধা’ দেওয়ার অভিযোগ তোলেন তিনি। মালিওয়াল বলেন, “গতকালই উনি (অরবিন্দ কেজরিওয়াল) তাঁর বাড়ির সামনে থেকে একটি সরকারি হেলিকপ্টারে চড়ে আম্বালার উদ্দেশ্যে রওনা হন এবং তারপর আম্বালা থেকে পাঞ্জাব সরকারের প্রাইভেট জেট তাঁকে দলীয় কাজের জন্য গুজরাটে নিয়ে যায়।” অভিযোগের সুর আরও একধাপ চড়িয়ে আপ নেত্রী বলেন, “পুরো পাঞ্জাব সরকার একজন ব্যক্তির সেবায় নিয়জিত!”

Advertisements

আপের পাল্টা আক্রমণ

বিজেপির অভিযোগের বিরুদ্ধে এক্সে পাল্টা আক্রমণ করেছে আম আদমি পার্টি (AAP)। আপের এক্স হ্যান্ডেলে লেখা হয়, “প্রধানমন্ত্রীর যমুনা গল্প ফাঁস হয়ে যাওয়ার পর থেকে বিজেপির মাথা খারাপ হয়ে গেছে। হতাশার বসে বিজেপি আজকাল সবকিছুই মিথ্যা বলছে। ভুয়ো যমুনা, ভুয়ো দূষণের পরিসংখ্যান, বৃষ্টিপাতের ভুয়ো দাবি, আর এখন ভুয়া ৭-তারা (বাংলোর) দাবি।”

“বিজেপি চন্ডীগড়ে ৭-তারা বাংলোর দাবী করেছে। কিন্তু চন্ডীগড় প্রশাসন বিজেপির অধীনে। কেবল তারাই কিছু তৈরি করতে পারে, অন্য কেউ নয়। যদি কেজরিওয়ালজিকে একটি বাড়ি বরাদ্দ করা হয়েও থাকে, তাহলে বরাদ্দপত্র কোথায়? মুখ্যমন্ত্রীর ক্যাম্প অফিসের ছবি শেয়ার করে হতাশ বিজেপি নানা ধরণের মিথ্যা দাবি করছে,” বলে পাল্টা আক্রমণ করে আপ।