Ajmer Sharif: আজমেঢ় শরিফে বাড়ি ধসে পড়ল, অনেক আটকে

Building collapses in Ajmer Sharif

বিখ্যাত আহমেঢ় দরগার কাছে একটি চারতলা ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে চার থেকে পাঁচজনের চাপা পড়ার আশঙ্কা রয়েছে।

Advertisements

এই ঘটনাটি ঘটেছে দরগার ৫ নম্বর গেটের কাছে। এখানে হঠাৎ একটি ভবন ধসে পড়ে। খবর পেয়ে পুলিশ প্রশাসনের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কালেক্টর ও এসপি সহ সমস্ত আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও উদ্ধারকারী দলকে ডাকা হয়েছে।

Advertisements

আজমেঢ় শরিফে খোয়াজা মইনুদ্দিন হাসান চিশতির বার্ষিক ওরস শুরু হতে যাচ্ছে, যার কারণে দরগাহ ও এর আশেপাশের এলাকায় ব্যাপক ভিড় ছিল। এমন পরিস্থিতিতে বাড়ি ভেঙে দুর্ঘটনার পর আতঙ্ক ছড়ায়। জনবহুল এলাকায় হুড়মুড়িয়ে চার তলা বাড়ি ধসে পড়ে। ধস সরিয়ে ভিতরে ঢুকে উদ্ধার কাজ চলছে।

মইনুদ্দিন চিশতি ছিলেন ১৩শতকের একজন সুফি সাধক ও দার্শনিক। ইরানের সুফি সাধক ব সুলতান ইলতুতমিশের রাজত্বকালে দিল্লিতে আসেন। মইনুদ্দিন এর পরেই দিল্লি থেকে আজমেঢ় চলে আসেন। তাঁর দরগাহ শরিফ সর্বধর্মের কেন্দ্র। সেখানে রোজ ভিড় হয়। সেই ভিড়ের মাঝেই দুর্ঘটনা ঘটল।