হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, বাড়ছে মৃত ও আহতের সংখ্যা

ফের মুম্বইতে ভেঙে পড়ল বহুতল। জানা গিয়েছে, সোমবার গভীর রাতে মুম্বইয়ের কুরলা পূর্বের নায়েক নগরে একটি বহুতল ভেঙে পড়ে। বিএমসির পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও…

ফের মুম্বইতে ভেঙে পড়ল বহুতল। জানা গিয়েছে, সোমবার গভীর রাতে মুম্বইয়ের কুরলা পূর্বের নায়েক নগরে একটি বহুতল ভেঙে পড়ে। বিএমসির পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও অবধি আটজনকে সরিয়ে নেওয়া হয়েছে, যাদের অবস্থা স্থিতিশীল। যদিও একজনের মৃত্যু হয়েছে বলে খবর।

বিএমসি জানিয়েছে, উদ্ধার কাজ চলছে। ধ্বংসস্তূপে ২০ থেকে ২৫ জনের চাপা পড়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে এনডিআরএফ-এর ডেপুটি কমান্ডান্ট আশিস কুমার জানিয়েছেন, এখনও কতজন আটকে রয়েছেন সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। ঘটনার কথা জানাজানি হতেই ঘটনাস্থলে ছুটে যান মন্ত্রী আদিত্য ঠাকরে। তারা ত্রাণ ও উদ্ধার কাজ পর্যালোচনা করেন। ভোর তিনটে নাগাদ পৌঁছন আদিত্য ঠাকরে।

   

বিএমসি সূত্রে খবর, বহুতল ভেঙে পড়ায় এখনও অবধি আহত হয়েছেন ১১ জন। যদিও আহত ও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।