শিয়রে লোকসভা নির্বাচন (Loksabha Vote 2024)। এদিকে লোকসভা ভোটের দিনক্ষণ এখনও অবধি ঘোষণা না হলেও দেশের রাজনৈতিক দলগুলি প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই লোকসভা ভোটের আগে এবার বড় ঘোষণা করে শোরগোল ফেলে দিলেন বহুজন সমাজবাদী পার্টি সুপ্রিমো মায়াবতী (Mayawati)।
বিএসপি নেত্রী মায়াবতী টুইট করে জানিয়েছেন, “বহুজন সম্প্রদায়ের স্বার্থে বিএসপি একাই নির্বাচনে লড়ার সিদ্ধান্তে অনড়।” তিনি জানান, ‘বিএসপি পূর্ণ প্রস্তুতি ও শক্তি নিয়ে দেশে একা একা লড়ছে। এ অবস্থায় নির্বাচনী জোট বা তৃতীয় ফ্রন্ট ইত্যাদি গঠনের গুজব ছড়ানো খুব ভুল। এ ধরনের বিভ্রান্তিকর প্রতিবেদন দিয়ে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা হারালে চলবে না। জনগণকেও সতর্ক হতে হবে।’
উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী আরও জানান, ‘বিশেষ করে উত্তরপ্রদেশে বিএসপি একা অনেক শক্তি নিয়ে নির্বাচনে লড়ছে, বিরোধীরা খুব অস্থির বলে মনে হচ্ছে। এজন্য তারা প্রতিদিন নানা ধরনের গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা অব্যাহত রেখেছে। কিন্তু বহুজন সমাজের স্বার্থে বিএসপি-র এককভাবে লড়ার সিদ্ধান্ত অনড়।’
1. बीएसपी देश में लोकसभा का आमचुनाव अकेले अपने बलबूते पर पूरी तैयारी व दमदारी के साथ लड़ रही है। ऐसे में चुनावी गठबंधन या तीसरा मोर्चा आदि बनाने की अफवाह फैलाना यह घोर फेक व गलत न्यूज़। मीडिया ऐसी शरारतपूर्ण खबरें देकर अपनी विश्वसनीयता न खोए। लोग भी सावधान रहें।
— Mayawati (@Mayawati) March 9, 2024