সকাল সকাল বিস্ফোরক মায়াবতী, ধুয়ে দিলেন বিজেপিকে

শুক্রবার সকাল সকাল ফের একবার রুদ্রমূর্তি ধারণ করলেন বহুজন সমাজবাদী পার্টির নেত্রী মায়াবতী (Mayawati)। কেন্দ্রীয় বাজেট নিয়ে বিজেপির উদ্দেশ্যে এবার তিনি যা লিখলেন তা দেখে…

শুক্রবার সকাল সকাল ফের একবার রুদ্রমূর্তি ধারণ করলেন বহুজন সমাজবাদী পার্টির নেত্রী মায়াবতী (Mayawati)। কেন্দ্রীয় বাজেট নিয়ে বিজেপির উদ্দেশ্যে এবার তিনি যা লিখলেন তা দেখে সকলেই চমকে গিয়েছেন রীতিমতো।

২৪-এর কেন্দ্রীয় বাজেটকে মায়াবতী জনবিরোধী বলেই আখ্যা দিয়েছেন। মায়াবতী নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘সংসদে এনডিএ সরকার যে বাজেট পেশ করেছে, সেখানেও দেশ ও সাধারণ মানুষের স্বার্থের চেয়ে রাজনৈতিক স্বার্থে বিভিন্ন রাজ্যের মধ্যে ক্রমবর্ধমান বৈষম্য, পক্ষপাতিত্ব ও ভারসাম্যহীনতা চোখে পড়েছে। আর এর বিরুদ্ধে এখন ক্ষোভ ও প্রতিবাদ হওয়াই স্বাভাবিক। যদিও কেন্দ্রের এমন বিমাতৃসুলভ আচরণ আজ নতুন কিছু নয়।’

   

মায়াবতী আরও লেখেন, ‘উত্তরপ্রদেশেও এহেন বিমাতৃসুলভ আচরণের মুখোমুখি হয়েছে বিএসপি। কেন্দ্রীয় বাজেট নিয়ে অসন্তুষ্ট অবিজেপি শাসিত রাজ্যগুলি এই বিষয়ে নীতি আয়োগের বৈঠকে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, অন্যদিকে উত্তরপ্রদেশের মতো বিশাল জনসংখ্যার দরিদ্র ও পিছিয়ে পড়া রাজ্যের দিকে যথাযথ মনোযোগ না দেওয়া কতটা যুক্তিযুক্ত? দেশ ও জনস্বার্থকে সর্বাগ্রে রাখা কেন্দ্রের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

উল্লেখ্য, নরেন্দ্র মোদী সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট পেশ করা হয়েছে। এতে বিহার বিশেষ রাজ্যের মর্যাদা না পেলেও বিহারকে বোমা বানিয়ে ফেলার ঘোষণা এসেছে। বিহারের জন্য বিশেষ আর্থিক সহায়তা প্যাকেজ ছাড়াও বিভিন্ন হেডে ৫৮ হাজার কোটি টাকারও বেশি তহবিল দেওয়া হবে। প্রথম বাজেটে বিহারে সড়ক নেটওয়ার্ক স্থাপনের জন্য ২৬,০০০ কোটি টাকা এবং পিরপেন্তি বিদ্যুৎ কেন্দ্রের জন্য ২১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বন্যা মোকাবিলার জন্য সাড়ে ১১ হাজার কোটি টাকার প্রকল্পও ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে একটি পর্যটন প্যাকেজও ঘোষণা করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের জন্যেও অনেক টাকা বরাদ্দ করা হয়েছে। তবে বাকি রাজ্যগুলিকে কিছু দেওয়া হয়নি বলে অভিযোগ করছেন বিরোধীরা।