গত এপ্রিলে লোকসভা ভোটের প্রাক্কালেই দেশের সরকারি টিভি চ্যানেল দূরদর্শনের লোগোর রং নীল থেকে বদলে হয়েছিল গেরুয়া। এবার ঠিক ছয় মাসের মাথায় দূরদর্শনের পথে হেঁটেই টেলিকম সংস্থা বিএসএনএলের (BSNL) রং নীল থেকে বদলে গেরুয়া করল কেন্দ্র। সম্প্রতি বিএসএনএলের নতুন লোগো প্রকাশ পেয়েছে। তাতে দেখা যাচ্ছে বিএসএনএলের লোগোর রঙও বদলে গিয়ে হল গেরুয়া। যা নিয়ে ইতিমধ্যেই হইচই পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
US Election2024: এগিয়ে থেকেও পিছোলেন কমলা, ট্রাম্পের সঙ্গে ‘টাই’ করে চিন্তায় ডেমোক্র্যাটেরা
আর এই ছবি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে রাজনৈতিক মহলের একাংশ। দেশের বিরোধী দলগুলির অভিযোগ, দেশের প্রতিটি কেন্দ্রীয় সংস্থাকেই গেরুয়াকরণের দিকে নিয়ে যাচ্ছে বর্তমানে মোদী সরকার। অতীতেও একাধিক সংস্থা ও প্রতিষ্ঠানের গেরুয়াকরণ নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছিল কেন্দ্রকে। এবার দেশের অন্যতম এই টেলিকম সংস্থার গেরুয়াকরণ প্রকাশ্যে আসতে যথারীতি দানা বেঁধেছে বিতর্ক।
শুক্রবার আরও ২৭ টি, ১১ দিনে ৩০০ বিমানে বোমাতঙ্ক ঘুম উড়িয়েছে কেন্দ্রের
বিগত কয়েক বছর ধরে রীতিমতো আর্থিকভাবে ধুঁকছে এই কেন্দ্রীয় টেলিকম সংস্থাটি। ২০১৬ সালে মুকেশ অম্বানীর রিল্যায়েন্স জিও লঞ্চের পর রীতিমতো ধূলিস্যাৎ হয়ে যায় বিএসএনএলের মতো টেলিফোন ও ইন্টারনেট পরিষেবা। কিন্তু সম্প্রতি জিও নেটের রিচার্জ সংক্রান্ত মূল্য রিল্যায়েন্স বৃদ্ধি করায় মাথায় হাত পড়েছে আম জনতার। ফলে তাঁরা আবার সস্তায় পরিষেবা নিতে ফিরে আসছেন বিএসএনএলের কাছেই। স্বাভাবিকভাবেই গ্রাহক সংখ্যা বেড়েছে কেন্দ্রীয় টেলিকম সংস্থাটির। চাহিদা বাড়ছে সিম ও ইন্টারনেট কানেকশনেরও।
ভারতীয় রেলে নিয়োগের পরীক্ষার তারিখ পরিবর্তন, জেনে নিন নতুন সময়সূচী
গত এপ্রিলে দূরদর্শনের লোগোর রং বদলালেও কেন্দ্রীয় সরকারি চ্যানেলের প্রতীকের অবশ্য বদল হয়নি। তবে প্রতীকের রং বদলেছে। চেনা নীল রং বদলে হয়েছে গেরুয়া। ১৯৫৯ সালে যাত্রা শুরু করে দুরদর্শন। কেবল টিভি আসার আগে দুরদর্শনই ছিল বিনোদনের প্রধান মাধ্যম। কেবল টিভির রমরমার যুগেও দুরদর্শনের দাপট কমেনি। সরকারি চ্যানেল হওয়ায় গরিমাও অক্ষত ছিল।