শ্রীনগর: কাশ্মীর উপত্যকার টানটান নিরাপত্তা পরিস্থিতির মাঝে, শ্রীনগরের পান্থাচৌক থেকে নিখোঁজ হয়ে গেলেন এক বিএসএফ জওয়ান। বৃহস্পতিবার রাতের শেষ ভাগে ৬০ নম্বর ব্যাটালিয়নের সদর দফতর থেকে আচমকাই নিখোঁজ হয়ে যান ওই জওয়ান, সুগম চৌধুরী। ঘটনার পর থেকেই গোটা এলাকায় জোরদার তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী (bsf jawan missing srinagar)।
সূত্রের খবর, শ্রীনগরের সংলগ্ন এলাকাগুলিতে একাধিক দল গঠন করে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। তবে এখনও পর্যন্ত তাঁর কোনও খোঁজ মেলেনি। ইতিমধ্যেই নিখোঁজের লিখিত রিপোর্ট দাখিল করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী ও স্থানীয় প্রশাসন।
এই ঘটনায় বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ সম্প্রতি উপত্যকাজুড়ে সন্ত্রাস দমন অভিযানের তীব্রতা বেড়েছে। গত ২২ এপ্রিল অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে সেনা কনভয়ের উপর ভয়াবহ জঙ্গি হামলার পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় লাগাতার অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।
গত ১০০ দিনে নিরাপত্তা বাহিনীর দাবি অনুযায়ী, অন্তত ১২ জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে, যাঁদের মধ্যে ৬ জন পাকিস্তানের নাগরিক এবং বাকি ৬ জন স্থানীয়ভাবে নিয়োজিত সন্ত্রাসবাদী। সম্প্রতি ২৮ জুলাই ‘অপারেশন মহাদেব’-এর সময় শ্রীনগরের ডাচিগাম এলাকায় পহেলগাঁও হামলার মূলচক্রীকে নিকেশ করা হয়েছে। তার ঠিক পরের দিন পুঞ্চ সেক্টরে শুরু হয় ‘অপারেশন শিবশক্তি’, যেখানে আরও দু’জন জঙ্গিকে খতম করা হয়।
এই অভিযানের পাশাপাশি উপত্যকার বিভিন্ন প্রান্তে জঙ্গি-যোগে যুক্ত বহু সন্দেহভাজন ও সহযোগীকে আটক করেছে বাহিনী। সূত্রের মতে, প্রত্যেকটি সেক্টরে নিয়মিত ছোট-বড় অভিযান চালিয়ে চলেছে সেনাবাহিনী ও আধা-সেনা বাহিনী, যার নির্দিষ্ট সংখ্যাগত হিসেবও দেওয়া সম্ভব নয়।
এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই বিএসএফ জওয়ানের এই নিখোঁজ হওয়া উদ্বেগের কারণ হয়ে উঠেছে। তাঁর নিখোঁজ হওয়ার পেছনে কোনও জঙ্গি যোগাযোগ রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত শুরু হয়েছে।
সুগম চৌধুরীর দ্রুত সন্ধান ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রার্থনা করছে তাঁর সহকর্মীরা ও পরিবার। ইতিমধ্যে গোটা ঘটনায় কেন্দ্রীয় নিরাপত্তা মহলেও নড়েচড়ে বসেছে।