Accident: ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রয়াত রাজ্যের হেভিওয়েট বিধায়ক

দেশে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বিধায়কের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। আজ শুক্রবার সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল সেকেন্দ্রাবাদ ক্যান্টনমেন্ট আসনের বিআরএস…

Accident: ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রয়াত রাজ্যের হেভিওয়েট বিধায়ক

দেশে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বিধায়কের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। আজ শুক্রবার সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল সেকেন্দ্রাবাদ ক্যান্টনমেন্ট আসনের বিআরএস বিধায়ক জি লাস্য নন্দিতার (G Lasya Nanditha)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৬ বছর।

হায়দরাবাদের নেহরু আউটার রিং রোডে তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। বিধায়ক লাস্য নন্দিতার গাড়ি অনিয়ন্ত্রিতভাবে ডিভাইডারের সঙ্গে ধাক্কা মারে। দুর্ঘটনার পর প্রকাশিত ছবিতে দেখা যায়, তার গাড়ির সামনের অংশ ভেঙে গেছে।

এদিকে এই পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন বিধায়ক লাস্য নন্দিতার গাড়ির চালকও। পাঁচবারের বিধায়ক জি সায়ান্নার মেয়ে ছিলেন নন্দিতা। জি সায়ান্না নিজে সেকেন্দ্রাবাদ ক্যান্টনমেন্ট আসন থেকে পঞ্চমবারের জন্য বিধায়ক হয়েছিলেন। যাইহোক, সায়ান্না ২০২৩ সালের ফেব্রুয়ারিতে মারা যান, যার পরে বিআরএস তেলেঙ্গানায় অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে সেকেন্দ্রাবাদ থেকে লাস্য নন্দিতাকে টিকিট দেয়। বিজেপি প্রার্থীকে ১৭ হাজার ভোটে হারিয়ে জয়ী হন নন্দিতা।

Advertisements

তবে নন্দিতাকে পথ দুর্ঘটনার কবলে পড়ার ঘটনা এই প্রথম নয়। চলতি মাসের ১৩ ফেব্রুয়ারি নরকেতপল্লিতে সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পান তিনি। এই সড়ক দুর্ঘটনায় তিনি সামান্য আহত হয়েছিলন। প্রসঙ্গত, দিন দশেক আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের জনসভায় যোগ দিতে নালগোন্ডা যাচ্ছিলেন তিনি। এদিকে, নালগোন্ডা জেলার নরকেতপল্লীতে তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে তাঁর বাড়ির রক্ষী জি কিশোরের মৃত্যু হয়।