যেমন বাবা, তেমন ছেলে! ব্রিজভূষণের ছেলের কনভয়ের ধাক্কায় মৃত ২ শিশু

যেমন বাবা, ঠিক তেমন ছেলে। ইতিমধ্যে প্রাক্তন সাংসদ ব্রিজভূষণ সিংকে নিয়ে বিতর্কের শেষ নেই। এবার বিতর্কে জড়ালেন তাঁরই ছেলে। জানা গিয়েছে, ব্রিজভূষণের ছেলের গাড়ির ধাক্কায়…

যেমন বাবা, ঠিক তেমন ছেলে। ইতিমধ্যে প্রাক্তন সাংসদ ব্রিজভূষণ সিংকে নিয়ে বিতর্কের শেষ নেই। এবার বিতর্কে জড়ালেন তাঁরই ছেলে। জানা গিয়েছে, ব্রিজভূষণের ছেলের গাড়ির ধাক্কায় মৃত্যু হল অনেকের। দুর্ঘটনায় ২ জন বাইক আরোহীর মৃত্যু হয়েছে। এর পাশাপাশি আহত হয়েছেন একজন মহিলা।

জানা গিয়েছে, উত্তরপ্রদেশের গোন্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। গোন্ডা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী করণ ভূষণ সিংয়ের কনভয়ে এই দুর্ঘটনা ঘটে। বিজেপি প্রার্থীর কনভয়ে থাকা পুলিশ এসকর্ট গাড়িটি বাইক আরোহীদের সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও দুই পথচারী। কর্নেলগঞ্জ-হুজুরপুর সড়কের ছাতাইপুরওয়া গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।

   

সংঘর্ষে রেহান, শাহজাদ ও সীতাদেবী প্রাথমিকভাবে আহত হন। তাদের উদ্ধার করে কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক রেহান ও শাহজাদকে মৃত ঘোষণা করেন। এদিকে সীতাদেবীকে গোন্ডা মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছে। বিক্ষুব্ধ গ্রামবাসীরা হুজুরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। এই ঘটনায় গর্জে উঠেছে তৃণমূল। আজ বুধবার তৃণমূলের এক্স হ্যান্ডেলের একটি পোস্টে লেখা হয়েছে, ‘যেমন বাবা, তেমন ছেলে! ব্রিজভূষণ মহিলা কুস্তিগীরদের শ্লীলতাহানি ও যৌন হয়রানির জন্য কুখ্যাত, এখন পরবর্তী প্রজন্মের কাছে তার বৈশিষ্ট্যগুলি হস্তান্তর করেছে। তার ছেলে, করণ ভূষণ কায়সারগঞ্জের তাঁর কনভয় দিয়ে নিষ্পাপ শিশুদের চাপা দিয়ে দু’জনকে হত্যা ও একজন আহত করে এটিকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেলেন। মনে হচ্ছে মোদী কা পরিবারে অপরাধমূলক আচরণ চলে।’