বাসর রাতে উধাও (Missing) নববধূ (Bride), চম্পট দিল প্রতিবেশীর সাথে। উত্তরপ্রদেশের রায়বেরেলি থেকে এমন একটি ঘটনা সামনে এসেছে, যার জেরে মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে দুই পরিবারের আনন্দ। এক কনে তার বিয়ের বাসর রাত কাটিয়ে মধ্যরাতে হঠাৎ উধাও হয়ে যায়। বর জেগে উঠলে তিনি দেখতে পান কনে বিছানা থেকে নিখোঁজ। তাকে ডাকাডাকি শুরু করে। কিন্তু পাত্রীর খোঁজ মেলেনি। বর তার পরিবারসহ সারা রাত তার কনেকে খুঁজতে থাকে। কিন্তু তার কোন খোঁজ পাওয়া যায়নি। পরের দিন সত্য সবার সামনে আসে, যা জেনে বরের পায়ের নিচ থেকে মাটি সরে যায়।
জানা গেছে, নববধূ তার প্রতিবেশীর সঙ্গে পালিয়ে গেছে। এতে তাকে সহযোগিতা করেন দুই যুবক। বর্তমানে তিনি কোথায় আছেন কেউ জানেন না। কনের পরিবারও তার এই কর্মকাণ্ডে খুবই বিব্রত। উভয় পরিবারই থানায় অভিযোগ দায়ের করেছে।
ঘটনাটি জাইস থানা এলাকার একটি গ্রামের। গত ২রা নভেম্বর এক বাড়িতে বিয়ে করে কনে এখানে আসলেও বিয়ের পর মধ্যরাতে বাড়ি থেকে নগদ টাকা ও গহনা নিয়ে প্রেমিককে নিয়ে পালিয়ে যায়। এখন বরসহ কনের পরিবারও মামলা করেছে। এ ঘটনায় কনে ও তার প্রেমিকাসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
কনের বাবা বলেন, আমাদের মেয়ে পাশের এক যুবকের সাথে পালিয়ে গেছে। ওই ছেলের সাথে তার সম্পর্ক ছিল। আমরা এই সম্পর্ক মেনে নিইনি। তাই, ২ নভেম্বর আমরা আমাদের মেয়ের বিয়ে দেন এক যুবকের সাথে। কিন্তু পরের দিন অর্থাৎ ৩রা নভেম্বর জামাই তাদের এ কথা জানান। তখন আমরা জানতে পারি মেয়ের প্রেমিকও নিখোঁজ।
এই ঘটনার খবর পেয়ে পুলিশ, নববিবাহিতার বাবার অভিযোগে কনেসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করে। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত আধিকারিক বলেন, পাত্রীর খোঁজে আমরা একাধিক পুলিশ টিম গঠন করেছি। শিগগিরই তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।