Breaking News: দুর্নীতি মামলায় জেরা করতে মুখ্যমন্ত্রীকে তলব করল সিবিআই

এই মুহুর্তের সব থেকে বড় খবর৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Delhi Chief Minister Arvind Kejriwal ) সিবিআই তলব করেছে৷ রবিবার দিল্লির মদ নীতি মামলায় সিবিআই তলব৷

Arvind Kejriwal, Chief Minister of Delhi

দিল্লির আবগারি নীতি মামলায় কথিত কেলেঙ্কারিতে বড় খবর এসেছে। এই মামলার তদন্তকারী CBI এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Delhi Chief Minister Arvind Kejriwal) জিজ্ঞাসাবাদ করবে। সিবিআইয়ের তরফে কেজরিওয়ালের কাছে সমন পাঠানো হয়েছে। তাকে ১৬ এপ্রিল জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এই মামলায় দিল্লির প্রাক্তন ডেপুটি সিএম মণীশ সিসোদিয়া তিহার জেলে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।

Advertisements

এর আগে কথিত মদ কেলেঙ্কারি সংক্রান্ত মানি লন্ডারিং মামলায় প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার জামিনের আবেদনের শুনানি হয় বুধবার, ১২ এপ্রিল। ইডি তার যুক্তি শেষ করেছে। গোটা মামলার মূল ষড়যন্ত্রকারী হিসেবে সিসোদিয়াকে নাম দিয়েছে তদন্তকারী সংস্থা। সিসোদিয়া আবগারি নীতি তৈরি ও বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালন করেছেন।

Advertisements
   

ইডি আদালতকে বলেছে যে এই নীতির কারণে পাইকাররা অতিরিক্ত ৩৩৮কোটি টাকা লাভ করেছে। নীতিমালায় মুনাফা ৫ শতাংশ নির্ধারণ করা হলে তা সরকারের কাছে চলে যেত। এখন ১৮ এপ্রিল দুপুর ২ টায় সিসোদিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন করা হবে। এ সময় সিসোদিয়া নিজে আদালতে উপস্থিত ছিলেন। তাকে তিহার জেল থেকে আনা হয়।