Covid 19: বুস্টার ডোজ নিয়ে নতুন সিদ্ধান্ত কেন্দ্রের

Covid booster dose

দেশে উর্ধমুখী করোনার গ্রাফ। এহেন অবস্থায় বুস্টার ডোজ নিয়ে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। করোনা থেকে রক্ষা পেতে বুস্টার ডোজ প্রয়োগের নিয়মে বদল এনেছে সরকার ৷ এবার থেকে বুস্টার ডোজ যাঁরা নেবেন তাঁদের আর ৯ মাস অপেক্ষা করতে হবে না ৷ ৯ মাসের বদলে এবার বুস্টার ডোজ পাওয়া যাবে মাত্র ৬ মাস পর ৷

ওমিক্রন ভ্যারিয়েন্টের সাব-ভ্যারিয়েন্ট বিএ ২.৭৫-এর ক্ষেত্রে হু হু করে বেড়ে যাওয়ায় দেরি না করে বুস্টার ডোজের মেয়াদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷

   

আপনি যদি ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করে থাকেন তবে আপনাকে এখন বুস্টার ডোজের জন্য ৯ মাসের পরিবর্তে ৬ মাস বা ২৬ সপ্তাহ অপেক্ষা করতে হবে। এই বিষয়ে আইসিএমআর-এর প্রাক্তন ডিজি ডাঃ এন কে গাঙ্গুলি বলছেন যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ করোনাভাইরাসের ওমিক্রনের একটি সাব-ভ্যারিয়্যান্ট বিএ.২.৭৫ এর কেসগুলি বৃদ্ধি পাচ্ছে এবং অনেক ভ্যাকসিনের অনাক্রম্যতা মাত্র ৬ মাস স্থায়ী হয়। এহেন অবস্থায় বুস্টার ডোজ থাকা জরুরি। সরকার সুপারিশগুলি গ্রহণ করেছে এবং নতুন নিয়মগুলি থেকে বুস্টার ডোজ পরিচালনার জন্য কোউইন সিস্টেমেও অনুরূপ পরিবর্তন করেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন