দিল্লির স্কুলে ফের বোমা আতঙ্ক, কড়া নিরাপত্তায় মোড়া শহর

বুধবার সকাল থেকেই ফের ছড়াল আতঙ্ক (Delhi Schools In Bomb Threat) । রাজধানী দিল্লির দু’টি নামী স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে ই-মেল পাঠানো হয়েছে। ফলে…

Bomb Threat Emails Sent to Delhi Schools in Najafgarh and Malviya Nagar

বুধবার সকাল থেকেই ফের ছড়াল আতঙ্ক (Delhi Schools In Bomb Threat) । রাজধানী দিল্লির দু’টি নামী স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে ই-মেল পাঠানো হয়েছে। ফলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পড়ুয়া, অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষের মধ্যে। জানা গিয়েছে, সকালে স্কুলে(Delhi Schools In Bomb Threat) দিনের পড়াশোনা শুরুর কিছুক্ষণ আগেই হঠাৎ করেই স্কুল কর্তৃপক্ষ ওই মেলটি হাতে পায়। তাতে দাবি করা হয় স্কুলে বোমা রাখা হয়েছে এবং যেকোনও সময় বিস্ফোরণ ঘটানো হবে।

এমন হুমকির খবর প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা স্কুল (Delhi Schools In Bomb Threat) ক্যাম্পাসে। দ্রুত পুলিশে খবর দেন কর্তৃপক্ষ। মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশ, বোম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড এবং ফরেনসিক টিম। তল্লাশি শুরু হয় পুরো স্কুল চত্বর ঘিরে। তবে এখনও পর্যন্ত কোথাও কোনও বিস্ফোরক পাওয়া যায়নি। সব পড়ুয়াকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং তাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করে স্কুল। অভিভাবকরা একে একে স্কুলে ছুটে আসতে শুরু করেন, অনেকেই ভয় পেয়ে সন্তানদের নিয়ে যেতে থাকেন।

   

প্রসঙ্গত, এর আগে গত সোমবার দিল্লির ৩২টি বেসরকারি স্কুলে একযোগে বোমা হামলার হুমকি(Delhi Schools In Bomb Threat) (Delhi Schools In Bomb Threat) দেওয়া হয়েছিল। সেদিন সকালেও একইভাবে ই-মেল মারফত বোমা রাখার বার্তা পৌঁছেছিল স্কুল কর্তৃপক্ষের কাছে। আতঙ্কে প্রতিটি স্কুলে শুরু হয় পুলিশি তল্লাশি। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা তল্লাশি চালিয়েও কোথাও কোনও বোমা মেলেনি। পরে জানা যায়, ওই সব মেলই ভুয়ো ছিল। যদিও ঘটনায় তীব্র আলোড়ন তৈরি হয়েছিল দিল্লি জুড়ে।

এবার ফের একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় আরও আতঙ্কিত অভিভাবকরা। তাঁদের প্রশ্ন, যদি সব বার্তাই ভুয়ো হয়, তবে এর পিছনে কারা? কেনই বা একের পর এক স্কুলকে নিশানা করা হচ্ছে? তাঁদের মতে, এই ধরনের ঘটনার ফলে ছোট ছোট পড়ুয়ার মানসিক অবস্থার উপর বিরূপ প্রভাব পড়ছে। প্রতিদিন সকালে সন্তানকে স্কুলে পাঠাতে গিয়ে দুশ্চিন্তায় থাকতে হচ্ছে অভিভাবকদের।

দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ইতিমধ্যেই সাইবার সেল তদন্তে নেমেছে। কোন আইডি থেকে মেল পাঠানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের অনুমান, আতঙ্ক তৈরি করাই মূল উদ্দেশ্য। তবে নিরাপত্তার ক্ষেত্রে কোনও গাফিলতি করা হবে না বলে জানিয়েছে প্রশাসন। পাশাপাশি, প্রতিটি স্কুলকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। স্কুলে প্রবেশের সময় প্রতিটি গাড়ি ও ব্যক্তির কড়া তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisements

শিক্ষা দফতরও অভিভাবকদের আশ্বস্ত করেছে। তাদের বক্তব্য, প্রতিটি ঘটনাকেই অতি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তার খামতি নেই। তবে শিশুদের মানসিক অবস্থার কথা মাথায় রেখে স্কুলগুলিকে পড়াশোনা ও পড়ুয়াদের সময়সূচি ব্যাহত না করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ভুয়ো বোমা (Delhi Schools In Bomb Threat) হুমকি একদিকে যেমন পুলিশ ও প্রশাসনের প্রচুর সময় নষ্ট করছে, তেমনই সাধারণ মানুষের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করছে। পড়ুয়ারা বারবার আতঙ্কিত হচ্ছে, স্কুলের নিয়মিত পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তি দেওয়া প্রয়োজন বলে মত বিশেষজ্ঞ মহলের।

দিল্লি পুলিশ সূত্রে খবর, সোমবারের ঘটনার সঙ্গে আজকের ঘটনার যোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। একই ধরনের ই-মেল, একই ধরনের হুমকি—ফলে দুই ঘটনার মধ্যে যোগসূত্র থাকার সম্ভাবনা প্রবল। ইতিমধ্যেই দেশের একাধিক গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে তদন্ত শুরু হয়েছে।

রাজধানীর স্কুলগুলিতে টানা দুইবার এই ধরনের বোমা হুমকির (Delhi Schools In Bomb Threat) ঘটনায় অভিভাবক সমাজে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। সাধারণ মানুষের দাবি, দ্রুত দোষীদের খুঁজে বের করতে হবে। না হলে আবারও এমন আতঙ্ক ছড়াতে পারে যেকোনও সময়ে। ফলে প্রশাসনের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কীভাবে এই ভুয়ো আতঙ্কের অবসান ঘটানো যায়।