নয়াদিল্লি: বোমা (Bomb) বিস্ফোরণের হুমকিতে ত্রস্ত রাজধানী দিল্লি। একাধিক স্কুলের পর এবার বোমা বিস্ফোরণের হুমকি পেল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দরের আধিকারিক সূত্রে খবর, রবিবার অজ্ঞাতপরিচয় অ্যাকাউন্ট থেকে ইমেলে বিস্ফোরণের (Bomb Threat) হুমকি আসে। তৎক্ষণাৎ সতর্কতা জারি করা হয়। তদন্তে নামে বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী সহ দিল্লি পুলিশ।
একাধিক স্কুলেও আসে বোমা বিস্ফোরণের হুমকি
শুধু বিমানবন্দরই নয়, রাজধানীর একাধিক স্কুলে রবিবার সকালে বোমা বিস্ফোরণের হুমকি আসে বলে জানা গিয়েছে। দিল্লি ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, দ্বারকার CRPF পাবলিক স্কুল এবং কুতুব মিনারের কাছে স্থিত সর্বোদ্বয় বিদ্যালয়ে বোমা বিস্ফোরণের হুমকি আসে।
ওই কর্মকর্তা বলেন, “হুমকি পাওয়া মাত্র পুলিশ, দমকল এবং বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটগুলিকে তাৎক্ষণিকভাবে স্কুলগুলিতে তল্লাশি অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়।” প্রসঙ্গত, সম্প্রতি দিল্লিতে বোমা বিস্ফোরণ হুমকির ঢেউ যেন আছড়ে পড়েছে। জননিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ ইমেলের উৎস এবং উদ্দেশ্য বিশ্লেষণ করছে।
জম্মু বিমানবন্দরেও মেলে বোমা বিস্ফোরণের হুমকি
প্রসঙ্গত, এদিন সকালে জম্মু বিমানবন্দরে একটি বেসরকারি বিমানে বোমা বিস্ফোরণের হুমকি আসে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নাশকতা-প্রতিরোধ ড্রিল করা হয় জম্মু বিমানবন্দরে। যদিও, ওই হুমকি সম্পূর্ণ ‘ভাঁওতা’ ছিল বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মীরা।