সপ্তাহের প্রথম দিনে নাশকতা ঘটিয়ে বহু ছাত্রীকে মেরে ফেলার চেষ্টা বানচাল। সীমান্ত রাজ্য মণিপুরে (Manipur) তীব্র আকঙ্ক। এ রাজ্য বিজেপি শাসনে সম্পূর্ণ অনিরাপদ বলে অভিযোগ আরও প্রবল। সোমবার (২৮ অক্টোবর) ইম্ফলের জিপি মহিলা কলেজে বোমা পাওয়া গেছে।
মহিলা কলেজের গেটে একটি বোমা পড়েছিল। এই ছবি ভাইরাল হয়ে যায়। এর ফলে ইম্ফল শহরের আতঙ্ক ছড়ায়। বিস্ফোরকটি পড়ে আছে জেনেই মণিপুর পুলিশের বম্ব স্কোয়াড কিছুক্ষণ পরেই পৌঁছে যায়। এলাকা ঘিরে রেখে বোমা সরানো হয়। কলেজ থেকে বোমা উদ্ধারের পর ল্যামফেল ডাম্পিং সাইটে ওই বোমাটি নিষ্ক্রিয় করা হয়। কলেজের মূল ফটকের কাছেই বোমা রাখা ছিল। বিস্ফোরণ হলে রক্তাক্ত পরিস্থিতি তৈরি হতো বলে মনে করা হচ্ছে।
এ রাজ্যের বিরোধী দল কংগ্রেসের দাবি, বিজেপি শাসনে ভয়াবহ পরিস্থিতি চলছে। প্রশাসনিক নিরাপত্তা নেই এমন দাবি করে খোদ সরকারপক্ষ বিজেপির সিংহভাগ বিধায়ক মু়খ্যমন্ত্রী এন বীরেন সিংকে পদচ্যুত করতে প্রধানমন্ত্রী মোদীর কাছে চিঠি লিখেছেন। কংগ্রেসের কটাক্ষ, মণিপুর শান্ত হয়ে যাচ্ছে বলেও মোদী কেন এ রাজ্য সফর করছেন না?
বিজেপি শাসনে জাতি সংঘর্ষে শত শত নিহত মণিপুরে। এই সংঘর্ষের জেরে রাজ্যে জঙ্গি গোষ্ঠীগুলো বারবার হামলা চালাচ্ছে। গোয়েন্দা রিপোর্টে বলা হয়,পড়শি দেশ মায়ানমার থেকে ভারতে ঢুকছে জঙ্গিরা।