সিপিআইএম ঘাঁটি কেরলের RSS কার্যালয়ে বোমা হামলা

বিস্ফোরণের শব্দে চমকে গেলেন আরএসএস কার্যালয়ের আসে পাশে থাকা বাসিন্দারা। মঙ্গলবার সকালেই কেরলে কান্নুর সংঘ (RSS) কার্যালয়ে বোমা হামলা হয়েছে। কান্নুর জেলার পায়ান্নুরের আরএসএস কার্যালয়…

বিস্ফোরণের শব্দে চমকে গেলেন আরএসএস কার্যালয়ের আসে পাশে থাকা বাসিন্দারা। মঙ্গলবার সকালেই কেরলে কান্নুর সংঘ (RSS) কার্যালয়ে বোমা হামলা হয়েছে।

কান্নুর জেলার পায়ান্নুরের আরএসএস কার্যালয় হামলা হয়েছে বলে জানা যাচ্ছে।বিস্ফোরণের জেরে ওই বাড়ির জানালার কাঁচ ভেঙেছে। তদন্তে নেমেছে পায়ান্নুর পুলিশ।

   

সিপিআইএম নেতৃত্বে কেরলে টানা দুবার এলডিএফ সরকার চলছে। দেশে একমাত্র এই রাজ্যেই বামপন্থীরা সরকারে। বিরোধী দল কংগ্রেস নেতৃত্বের ইউডিএফ। কেরলে সংঘ পরিবারের শাখা শক্তিশালী করার জন্য সংগঠনটির নেকারা মরিয়া। সংঘের রাজনৈতিক শাখা বিজেপির তেমন শক্তি এখনও নেই কেরলে। তবে সম্প্রতি বিজেপির জাতীয় স্তরের বৈঠক থেকে কেরল, পশ্চিমবঙ্গে সংগঠনের কর্মীরা আক্রান্ত বলে বিশেষ প্রতিবেদন উল্লেখ করা হয়।

Advertisements

সিপিআইএম শাসিত কেরলে আরএসের সঙ্গে সংঘর্ষ হয়েই থাকে। দুপক্ষ পরস্পরের উপর হামলায় অভিযুক্ত।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News