মুম্বই: মহারাষ্ট্রের স্থানীয় রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিএমসি (BMC) তথা পুরসভা নির্বাচন সম্পন্ন হল। বৃহস্পতিবার সকাল থেকেই মুম্বাইয়ের বিভিন্ন বুথে দেখা মিলল বলিউড তারকাদের ভিড়। সাধারণ নাগরিকদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন রূপালী পর্দার অনেক মহাতারকা। তবে এবার বেশ কিছু হেভিওয়েট তারকার অনুপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ভোট দিলেন যারা-
নির্বাচনের দিন সকাল থেকেই বুথে বুথে নজর কেড়েছেন বলিউডের প্রথম সারির তারকারা। সুপারস্টার সালমান খান ও আমির খান নির্ধারিত সময়ে ভোট দিতে পৌঁছান। তরুণ প্রজন্মের হার্টথ্রব রণবীর কাপুর, ভিকি কৌশল এবং শ্রদ্ধা কাপুরকেও দেখা গিয়েছে আঙুলে নীল কালি মেখে পোজ দিতে। কাপুর পরিবারের পক্ষ থেকে কারিনা কাপুর খান, কারিশমা কাপুর এবং সাইফ আলি খানও ভোট দিয়েছেন।
বয়সের তোয়াক্কা না করে ৯১ বছর বয়সে ভোট দিতে আসেন কিংবদন্তি কবি ও গীতিকার গুলজার। প্রবীণ তারকাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সায়রা বানু, হেমা মালিনী এবং শাবানা আজমি। এছাড়া সোনালি বেন্দ্রের মতো অভিনেত্রীরাও সশরীরে উপস্থিত হয়ে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করেন।
অনুপস্থিতির তালিকা দীর্ঘ Bollywood stars vote in Mumbai BMC polls
এবারের নির্বাচনে বড় চমক ছিল বচ্চন পরিবারের অনুপস্থিতি। মেগাস্টার অমিতাভ বচ্চন, জয়া বচ্চন কিংবা অভিষেক বচ্চন, কাউকেই ভোটকেন্দ্রে দেখা যায়নি। বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনও এবার ভোটদানে বিরত ছিলেন।
অনুপস্থিত ছিলেন বলিউডের বাদশাহ শাহরুখ খান এবং তাঁর পরিবারও। এছাড়া সুপারস্টার অজয় দেবগন, অনিল কাপুর, গোবিন্দ, ফারহান আখতার এবং বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিতকেও বুথে দেখা যায়নি। তালিকায় আরও ছিলেন কাজল, করণ জোহর, রানি মুখার্জি এবং সোনাক্ষী সিনহার মতো দাপুটে ব্যক্তিত্বরা। তবে তাঁরা কেন ভোট দিতে আসেননি, সে বিষয়ে তাঁদের পক্ষ থেকে এখনও কোনো প্রকাশ্য বিবৃতি পাওয়া যায়নি।
নির্বাচনের প্রেক্ষাপট
মহারাষ্ট্রের মুম্বাই, পুনে, নাগপুরসহ মোট ২৯টি মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচন ১৫ জানুয়ারি সকাল ৭:৩০ মিনিটে শুরু হয়ে বিকেল ৫:৩০ মিনিটে শেষ হয়। নভি মুম্বাই, থানে, নাসিক এবং কল্যাণ-ডোম্বিভলির মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতেও একযোগে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।


