চন্ডীগড়: সোমবার পাঞ্জাবের ভাটিন্ডা আদালতে ক্ষমা চাইতে হল ‘বলিউড কুইন’ কঙ্গনা রানাওতকে (Kangana Ranaut)। ২০২০-২১ পর্যন্ত চলা কৃষক আন্দোলনে এক ৭৩ বছর বয়সী বৃদ্ধার সম্পর্কে ‘আপত্তিকর’ মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী তথা বর্তমানে বিজেপি সাংসদ কঙ্গনা রানাওত। কৃষক আন্দোলনে (Farmers Protest) আসা ওই বৃদ্ধার ছবি ভাইরাল হতেই একটি ভিডিও পোস্টে কঙ্গনা বলেছিলেন, “এই ধরণের মহিলাদের আন্দোলনে নামার জন্য ১০০ টাকায় ভাড়া পাওয়া যায়”!
যার ফলে তোলপাড় হয়ে গিয়েছিল সমগ্র দেশ। অভিনেতা তথা সঙ্গীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে সমাজমাধ্যমে তুমুল বচসা হয় মান্ডীর বিজেপি বিধায়ক (BJP MP) কঙ্গনার। সোমবার আদালতের বিরে সাংবাদিকদের তিনি জানান, ৭৩ বছরের বৃদ্ধা মাহিন্দর কৌরের কাছে আদালতের সামনে তাঁকে ক্ষমা চাইতে হয়েছে। এদিন বৃদ্ধা মাহিন্দর আদালতে উপস্থিত ছিলেন না।
পাশাপাশি, সমাজমাধ্যমে বৃদ্ধাকে নিয়ে করা পোস্ট এবং মন্তব্যে তিনি দুঃখিত বলে জানান, কঙ্গনা রানাওত (Kangana Ranaut)। প্রসঙ্গত, এর আগেও মাহিন্দর কৌরের দায়ের করা মানহানির মামলার শুনানিতে কড়া নিরাপত্তায় আদালতে (Bathinda court) উপস্থিত হয়েছিলেন কঙ্গনা। গত মাসে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে শুনানিতে হাজির হওয়ার আর্জি জানিয়েছিলেন মান্ডীর বিজেপি বিধায়ক কঙ্গনা। কিন্তু আদালত সেই আর্জি খারিজ করে কঙ্গনাকে ২৭ অক্টোবর সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ দেন ভাটিন্ডা কোর্টের ম্যাজিস্ট্রেট লক্ষবীর সিং।
‘বলিউড কুইনের’ বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন মাহিন্দর কৌর
মান্ডির বিজেপি সাংসদ তথা বলিউড অভিনেত্রী কঙ্গনার বিরুদ্ধে সমাজমাধ্যমে ‘আপত্তিকর মন্তব্য’ করার অভিযোগে মানহানির মামলা করেছিলেন ৭৩ বছরীয় মহিলা মাহিন্দর কৌর। কৃষক আন্দোলনে (Farmers Protest) নামা বৃদ্ধাকে শাহিনবাগ আন্দোলনেও দেখা গিয়েছিল। “এরকম মহিলাদের আন্দোলনে নামার জন্য ১০০ টাকার বিনিময়ে ভাড়া করা হয়” বলে মন্তব্যে বিতর্কের ঝড় তুলেছিলেন কঙ্গনা রানাওত।
যার প্রেক্ষিতে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে কঙ্গনাকে সশরীরে আদালতে হাজির হওয়ার সমন জারি করেন ভাটিন্দা আদালতের বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট। ভান্টিন্ডা আদালতের (Bathinda court) নির্দেশে অসন্তুষ্ট হয়ে ২০২২ সালের জুলাই মাসে মানহানির অভিযোগ এবং নিম্ন আদালতের তলবের আদেশ বাতিলের জন্য পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের দ্বারস্থ হন কঙ্গনা।
তবে তাঁর আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। কৃষক আন্দোলনে বৃদ্ধাকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্যের’ জন্য ২০২৪ সালে চন্ডীগড় বিমানবন্দরে কঙ্গনাকে একজন মহিলা CISF কনস্টেবল চড় মারেন। চলতি বছরের ১২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টও (Supreme Court) তাঁর আবেদন গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। পরে, কঙ্গনার আইনজীবী এই বিষয়ে বিশেষ ছুটির আবেদন (SLP) প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন।


