Asaram Bapu’s Ashram: ধর্মগুরু আসারামের আশ্রমে মিলল কিশোরীর দেহ

Asaram Bapu's Ashram

অভিযোগে গত চার বছর ধরে বন্দি রয়েছেন স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপু। (Asaram Bapu’s Ashram) রাজস্থানের যোধপুরের নিজের আশ্রমের ভিতরেই এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল এই প্রবীণ ধর্মগুরুর বিরুদ্ধে। এবার খবরের শিরোনামে উঠে এলো আসারামের আশ্রম।

উত্তরপ্রদেশের গোন্ডার নগর কোতোয়ালি এলাকায় আসারামের এই আশ্রম থেকে এক কিশোরীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বছর ১৩-র ওই কিশোরী গত ৫ এপ্রিল থেকে নিখোঁজ ছিল। শুক্রবার সকালে আসারামের আশ্রমের ভিতরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা একটি গাড়ির ভিতর থেকে ওই কিশোরীর দেহ উদ্ধার হয়।

   

আশ্রমের এক কর্মী পুলিশকে জানিয়েছেন, কয়েকদিন ধরে তাঁরা গাড়ির ভিতর থেকে পচা গন্ধ পাচ্ছিলেন। প্রথমটায় তাঁরা বুঝতে পারেননি গন্ধটা কিসের এবং কোথা থেকে আসছে। কিসের গন্ধ তা খতিয়ে দেখতে গিয়েই তাঁরা গাড়ির ভিতরে এক কিশোরীর দেহ পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গেই তিনি বিষয়টি পুলিশকে জানান। প্রথমিক তদন্তের পর এই ঘটনায় জড়িত সন্দেহে আশ্রমেরই এক কর্মীকে আটক করেছে পুলিশ।

ওই আশ্রম কর্মীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, খুন করে দেহ লোপাটের চেষ্টা করা হয়েছিল। কিন্তু খুনি দেহ লোপাটের সময় পায়নি। তবে কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে কিনা সেটা স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই বিষয়টি স্পষ্ট হবে। তবে পুলিশ সব সম্ভাবনাই খতিয়ে দেখছে।

২০১৩ সালে যোধপুরের আশ্রমে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে আসারামের বিরুদ্ধে। ২০১৮ সালে সেই মামলায় যোধপুরের বিশেষ আদালতে আসারামকে দোষী সাব্যস্ত করে তাঁকে যাবজীজবন কারাদণ্ড দণ্ডিত করে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন