J&K: অনুপ্রবেশ করতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু পাক জঙ্গিদের

ফের অনুপ্রবেশের চেষ্টা সীমান্তে। যদিও জম্মুর (Jammu) রাজৌরি জেলার নিয়ন্ত্রণরেখায় (এলওসি) অনুপ্রবেশের চেষ্টার স্থানটি পুনরায় দেখার সময় দুই অনুপ্রবেশকারীর মৃতদেহ দেখতে পান সেনা জওয়ানরা।
মঙ্গলবার সকালে ভারতীয় সেনাবাহিনীর একটি কোয়াডকপ্টার, জম্মু ও কাশ্মীরের রাজৌরির নৌসেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখা সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়।

সেনা সূত্রে খবর, পাক আশ্রিত জঙ্গিরা ফের একবার ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করে। গতকাল গভীর রাতে রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে পাকিস্তানের দিক থেকে ভারতের দিকে অনুপ্রবেশের চেষ্টা করে জঙ্গিরা। সূত্রের খবর, এই সন্ত্রাসবাদীরা নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় সীমান্তে ঢুকতেই ল্যান্ডমাইনের আঘাতে জখম হয় দুই জঙ্গি। যদিও পরে দুজনের মৃত্যু হয়েছে বলে খবর। বিস্ফোরণের পরই সতর্ক করা হয় ভারতীয় জওয়ানদের। ল্যান্ডমাইন টানেলটি যেখানে বিস্ফোরিত হয়েছিল সেই দিকেও তারা গুলি চালিয়েছিল।

   

অনুসন্ধানের সময়, দুই অনুপ্রবেশকারীর দেহ পর্যবেক্ষণ করা হয়েছিল। এলাকাটি আরও স্ক্যান করা হচ্ছে। এক প্রতিরক্ষা মুখপাত্র জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরের রাজৌরির নৌসেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখা সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা সফল ভাবে বন্ধ করেছে ভারতীয় সেনা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন