Jharkhand: ফের নৌকাডুবি, অনেকের মৃত্যুর আশঙ্কা

সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল ঝাড়খণ্ড (Jharkhand)। জানা গিয়েছে, শুক্রবার বারবেন্দিয়া ব্রিজের কাছে ঝড়ের (Storm) জেরে নৌকাডুবি হয়। এর ফলে ১৬ জন নিখোঁজ হয়েছেন।

Advertisements

নৌকায় করে ১৮ জন লোক ধানবাদের নিরসা থেকে জামতারা যাচ্ছিলেন বলে খবর। ইতিমধ্যেই ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে গিয়ে হাজির হয়েছে এনডিআরএফ। জামতারা জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধার অভিযান চলছে।

   

জানা গিয়েছে, দামোদরের মূল উপনদী বরাকর নদীর পাশে ওই জায়গায় ক্যাম্প করছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

Advertisements

এর আগে রিপোর্টে বলা হয়েছিল যে দামোদর নদীতে নৌকাটি ডুবে গেছে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এক টুইটার পোস্টে লিখেছেন, ‘জামতারা জেলার বীরগাঁওয়ের কাছে নৌকাডুবির ঘটনায় দুর্ভাগ্যজনক তথ্য পাওয়া গিয়েছে। জেলা প্রশাসন ও এনডিআরএফের দল উদ্ধার অভিযানের কাজ করছে।’

বৃষ্টির কারণে উদ্ধারকাজে অসুবিধায় পড়তে হচ্ছে প্রশাসনকে বলে খবর। ঝাড়খণ্ডের একটি অংশে পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃষ্টি হচ্ছে।