১০ মিনিটে ডেলিভারির দিন শেষ! কেন্দ্রীয় মন্ত্রীর আপত্তিতে বড় সিদ্ধান্ত নিল ব্লিনকিট

Blinkit stop 10 minute delivery

নয়াদিল্লি: কুইক কমার্স দুনিয়ায় বড়সড় রদবদল। আর মাত্র ১০ মিনিটে গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে যাবে প্রয়োজনীয় সামগ্রী, এমন চটকদার প্রতিশ্রুতি এবার বন্ধ করতে চলেছে ব্লিনকিট (Blinkit) ও জেপ্টো (Zepto)-র মতো নামী সংস্থাগুলো। মূলত কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য গিগ কর্মীদের (Gig Workers) সুরক্ষা এবং অতিরিক্ত কাজের চাপ নিয়ে সরব হওয়ার পরেই এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাগুলি।

Advertisements

শ্রম মন্ত্রকের সঙ্গে বৈঠকের প্রভাব

সম্প্রতি সরকারি আধিকারিকদের সঙ্গে ব্লিনকিট, জেপ্টো, জোমাটো এবং সুইগির মতো ডেলিভারি প্ল্যাটফর্মগুলোর একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য স্পষ্ট জানান, ১০ মিনিটে ডেলিভারির দাবি পূরণ করতে গিয়ে ডেলিভারি বয় বা গিগ কর্মীদের ওপর অসম্ভব মানসিক ও শারীরিক চাপ তৈরি হচ্ছে। এর ফলে বাড়ছে পথ দুর্ঘটনার ঝুঁকিও। কর্মীদের উন্নত কর্মপরিবেশ এবং নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই নির্দেশ দেওয়া হয়েছে।

   

ব্র্যান্ডিং বদলাল ব্লিনকিট 

ইতিমধ্যেই ব্লিনকিট তাদের অ্যাপ এবং বিজ্ঞাপনে বড় পরিবর্তন এনেছে। সংস্থার ট্যাগলাইন ছিল— “১০ মিনিটে ১০ হাজারেরও বেশি পণ্য পৌঁছে যাবে”। তা বদলে এখন করা হয়েছে, “আপনার দোরগোড়ায় ৩০ হাজারেরও বেশি পণ্য পৌঁছে দেওয়া হবে”। অর্থাৎ, পণ্যের সংখ্যার ওপর জোর দেওয়া হলেও সময়ের নির্দিষ্ট বাধ্যবাধকতা সরিয়ে ফেলা হয়েছে। সূত্রের খবর, আগামী কয়েক দিনের মধ্যে জেপ্টো বা সুইগি-র মতো সংস্থাগুলোও একই পথে হাঁটতে চলেছে।

গিগ কর্মীদের আন্দোলন ও সাফল্য

দীর্ঘদিন ধরেই গিগ কর্মীরা তাঁদের পারিশ্রমিক বৃদ্ধি এবং উন্নত কর্মপরিবেশের দাবিতে সরব ছিলেন। গত ৩১ ডিসেম্বর অর্থাৎ ইংরেজি বর্ষবরণের রাতেও এই দাবিতে দেশজুড়ে বড়সড় ধর্মঘট পালন করেন ডেলিভারি কর্মীরা। তাঁদের অভিযোগ ছিল, ১০ মিনিটে ডেলিভারির চক্করে ট্রাফিক আইন ভাঙতে বাধ্য হওয়া এবং জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালানোর মতো ঘটনা প্রতিনিয়ত ঘটছে। সরকারের এই পদক্ষেপে সেই দাবি একপ্রকার মান্যতা পেল।

সরকারের লক্ষ্য

কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হল গিগ কর্মীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা। ডেলিভারি টাইমলাইনের কারণে তৈরি হওয়া অযথা মানসিক চাপ কমানো। পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণ এবং ট্রাফিক আইন মানার প্রবণতা বাড়ানো।

Bharat: The 10-minute delivery era ends as Blinkit and Zepto drop their quick delivery promises. Following Labour Minister Mansukh Mandaviya’s concerns over gig worker safety and stress, quick commerce firms are revising branding to improve working conditions.

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements