পাটনা: বুধবার বিহার বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি (BJP)। সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিজেপির টিকিট পেলেন জনপ্রিয় লোকসঙ্গীত-ভজন শিল্পী মৈথিলী ঠাকুর (Maithili Thakur)। দ্বারভাঙ্গা জেলার আলিনগর কেন্দ্র থেকে ভোটে লড়তে চলেছেন মৈথিলী।
মঙ্গলবারেই পাটনায় রাজ্য বিজেপির প্রধান দিলীপ জয়সওয়ালের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে প্রবেশ করেন মৈথিলী ঠাকুর (Maithili Thakur)। তাঁর রাজনৈতিক যাত্রা শুরুর মুহূর্ত থেকেই আলিনগর আসন থেকেই মৈথিলী টিকিট পাবেন বলে জল্পনা চলছিল। বর্তমানে ওই আসনটি মিশ্রিলাল যাদবের দখলে।
ঠাকুরের পাশাপাশি, বিজেপি বক্সার থেকে প্রাক্তন আইপিএস অফিসার আনন্দ মিশ্রকে প্রার্থী করেছে। তিনি সম্প্রতি প্রশান্ত কিশোরের জন সুরজ ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দিয়েছেন আনন্দ। তালিকার অন্যান্য গুরুত্বপূর্ণ নামগুলির মধ্যে রয়েছে মুজাফফরপুরের রঞ্জন কুমার, যিনি বর্তমান বিধায়ক সুরেশ শর্মার পরিবর্তে ওই আসনের টিকিট পেয়েছেন।
হায়াঘাট থেকে রাম চন্দ্র প্রসাদ, গোপালগঞ্জের সুভাষ সিং এবং বানিয়াপুর থেকে ছোট কুমারী। এছাড়াও ছাপড়া, সোনেপুর, রোসেরা (এসসি), বার, শাহপুর এবং আগিয়াওনের (এসসি) প্রার্থীও ঘোষণা করেছে বিজেপি।
এই নিয়ে এখনও পর্যন্ত ১০১-এর মধ্যে ৮৩ জনের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। মঙ্গলবার ৭১ জনের নামের প্রথম তালিকায় উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহা, পাশাপাশি রাম কৃপাল যাদব, তারকিশোর প্রসাদ এবং মঙ্গল পান্ডের মতো সিনিয়র নেতারা রয়েছেন।