গর্ভবতীদের জন্য ২১ হাজার! মাসে মহিলারা পাবেন ২,৫০০! বিরাট প্রতিশ্রুতি বিজেপি’র

নয়াদিল্লি: মাস পেরলেই দিল্লিতে বিধানসভা ভোট৷ দিল্লির তখত দখলে সম্মুখ সমরে আপ-বিজেপি-কংগ্রেস৷ ক্ষমতায় আসতে প্রতিটি দলের তরফেই দেওয়া হচ্ছে ভূরি ভূরি প্রতিশ্রুতি। এবার নিজেদের ইস্তেহার…

short-samachar

নয়াদিল্লি: মাস পেরলেই দিল্লিতে বিধানসভা ভোট৷ দিল্লির তখত দখলে সম্মুখ সমরে আপ-বিজেপি-কংগ্রেস৷ ক্ষমতায় আসতে প্রতিটি দলের তরফেই দেওয়া হচ্ছে ভূরি ভূরি প্রতিশ্রুতি। এবার নিজেদের ইস্তেহার প্রকাশ করল বিজেপি। তাতে রয়েছে বিস্তর চমক৷ গর্ভবতী মহিলাদের জন্য ২১ হাজার টাকা, মহিলা ভোটারদের জন্য প্রতি মাসে ২,৫০০ টাকা এবং এলপিজি সিলিন্ডারের ওপর ৫০০ টাকা ভর্তুকি দেওয়ার প্রতিশ্রুতি দিল গেরুয়া শিবির। 

   

ইস্তেহার প্রকাশ নাড্ডার BJP’s promises for Delhi

শুক্রবার দলের ইস্তেহার প্রকাশ করে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলেন, ক্ষমতায় এলে কেন্দ্রের প্রধান স্বাস্থ্য প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ প্রথম কেবিনেট বৈঠকেই চালু করবে৷ দিল্লিবাসীর হাতে কেন্দ্রের স্বাস্থ্যবীমা পৌঁছে দেওয়া হবে৷ আপ সরকারের জন্যেই বছরের পর বছর এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে দিল্লির জনগণ। এই প্রকল্পে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা দেওয়া হবে।’’

এছাড়াও, বিজেপি প্রতিশ্রুতি, দিল্লির সকল মহিলাকে ‘মহিলা সমৃদ্ধি যোজনা’র আওতায় প্রতি মাসে ২,৫০০ টাকা করে দেওয়া হবে। পাশাপাশি, হোলি ও দীপাবলির সময় দরিদ্র পরিবারগুলোকে বিনামূল্যে একটি এলপিজি সিলিন্ডার প্রদান করা হবে। নাড্ডার কথায়, ‘‘এই পদক্ষেপগুলি মহিলাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে।’’

আপ-কংগ্রেসের প্রতিশ্রুতি 

এদিকে, অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি দিল্লির মহিলাদের জন্য মাসে ২,১০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন৷ কংগ্রেস তাদের ‘প্রিয় দিদি যোজনা’র মাধ্যমে মাস ২,৫০০ টাকা দেবে বলে ঘোষণা করেছে৷  বিজেপি’র প্রতিশ্রুতি, গর্ভবতী মহিলাদের পুষ্টিকর খাদ্যদ্রব্য-সহ মোট ২১ হাজার টাকা দেওয়া হবে সরকার তরফে। পাশাপাশি, প্রথম সন্তানের জন্য এককালীন ৫ হাজার টাকা ও দ্বিতীয় সন্তান হলে, এককালীন ৬ হাজার টাকা দেওয়া হবে।

গরিবদের পাঁচ টাকায় পেট ভরা খাবার 

ইস্তেহারে বিজেপি আরও প্রতিশ্রুতি, অটল ক্যানটিনের মাধ্যমে দিল্লির ঝুপড়ি অঞ্চলের বাসিন্দাদের ৫ টাকায় পেট ভরে পুষ্টিকর খাবার দেওয়া হবে৷ নাড্ডা আরও বলেন, ‘‘যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পগুলি দিল্লিতে চলছে, বিজেপি সরকার গঠন করলে সেগুলি বন্ধ করা হবে না৷ আমরা দুর্নীতির কোনও সুযোগই রাখতে চাই না, যেটি ‘আপদা’ পার্টি কাজে লাগাতে চায়।’’

এছাড়া, বিজেপি স্পষ্ট করেছে যে, ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ এবং মহিলাদের জন্য বিনামূল্যে বাস চলাচল – আপ সরকারের যেসব প্রকল্প রয়েছে, সেগুলি চালু রাখবে।