উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঠিক করেনি বিজেপি, ভাসছে একাধিক নাম

নয়াদিল্লি: সময় দ্রুত এগোচ্ছে। আর এক মাসও বাকি নেই উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য। কিন্তু গেরুয়া শিবির (BJP) এখনও চূড়ান্ত করতে পারেনি তাদের প্রার্থীকে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ…

Dhankhar mocks coaching canters

নয়াদিল্লি: সময় দ্রুত এগোচ্ছে। আর এক মাসও বাকি নেই উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য। কিন্তু গেরুয়া শিবির (BJP) এখনও চূড়ান্ত করতে পারেনি তাদের প্রার্থীকে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ (NDA) শিবিরে চলছে জোর কদমে নাম বাছাইয়ের তোড়জোড়। রবিবার বৈঠকে বসবে বিজেপির সংসদীয় বোর্ড এবং মঙ্গলবার এনডিএ-র শরিকদের নিয়ে হবে আলাদা বৈঠক। সেখান থেকেই নির্ধারিত হতে পারে বিজেপির উপরাষ্ট্রপতি প্রার্থী।

সূত্র অনুযায়ী, বিজেপির সম্ভাব্য প্রার্থীর দৌড়ে নাম ভাসছে একাধিক রাজ্যপাল ও গর্ভনরের। সবচেয়ে উপরে রয়েছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা। পাশাপাশি, প্রাথমিকভাবে নাম উঠেছিল বিহারের রাজ্যপাল আরিফ মহম্মদ খান-এরও। তবে দলের ভিতরে অনেকেই মনে করছেন, আরিফ মহম্মদ খান শেষ পর্যন্ত তালিকা থেকে বাদ পড়তে পারেন।

   

কেবল এই দু’জনই নন, আরও কয়েকজনের নামও আলোচনায় রয়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত, কর্নাটকের রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট, সিকিমের রাজ্যপাল ওম মাথুর এবং জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহাও তালিকায় রয়েছেন।

রাজনৈতিক মহলের দাবি, বিজেপি এমন প্রার্থীকে বেছে নিতে চাইবে, যার সঙ্গে আরএসএস-এর যোগসুত্র রয়েছে। কারণ, দলের উচ্চ নেতৃত্ব চায় একদিকে যেমন অভিজ্ঞ প্রশাসক, অন্যদিকে সংগঠনের কাছেও গ্রহণযোগ্য মুখ। তাই শোনা যাচ্ছে, একসময়কার আরএসএস-এর সাপ্তাহিক মুখপত্র ‘অর্গানাইজার’-এর প্রাক্তন সম্পাদক শেশাদ্রী চারির নামও আলোচনায় উঠে এসেছে।

বর্তমানে রাজ্যসভার সহ-অধ্যক্ষ হরিবংশও সম্ভাব্য তালিকায় রয়েছেন। তাঁর প্রশাসনিক দক্ষতা, সংসদ পরিচালনার অভিজ্ঞতা এবং দলের প্রতি অনুগত্য বিজেপি নেতৃত্বের কাছে বড় ভূমিকা রাখতে পারে। সূত্রের খবর, সাম্প্রতিক সময়ে একাধিক রাজ্যপাল ও সম্ভাব্য প্রার্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে দেখা করেছেন। এই সাক্ষাৎকারও অনেকের মতে প্রার্থীর নাম চূড়ান্ত করার দিকেই ইঙ্গিত দিচ্ছে।

Advertisements

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিজেপি এবার অত্যন্ত কৌশলগত সিদ্ধান্ত নিতে চাইছে। কারণ, উপরাষ্ট্রপতির পদ শুধুমাত্র সাংবিধানিক নয়, সংসদ পরিচালনায়ও গুরুত্বপূর্ণ। বিশেষ করে রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে উপরাষ্ট্রপতির ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই বিজেপি এমন প্রার্থীকে চান যিনি একদিকে সংসদকে দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারবেন, অন্যদিকে রাজনৈতিক বার্তাও দিতে পারবেন।

শুধু বিজেপি নয়, এনডিএ-র শরিকদের মতামতও এ ক্ষেত্রে প্রভাব ফেলবে। তাই মঙ্গলবারের বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক মহলে কৌতূহল তুঙ্গে। এনডিএ শরিকদের সমর্থন নিশ্চিত করার পাশাপাশি, বিরোধীদের প্রতিক্রিয়াও বিজেপি মাথায় রাখতে চাইছে। ফলে এখনই নাম ঘোষণা না করে তারা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করছে।

সব মিলিয়ে এখনও স্পষ্ট নয় কে হতে চলেছেন বিজেপির উপরাষ্ট্রপতি প্রার্থী। তবে একাধিক নাম আলোচনায় থাকায় রাজনৈতিক অন্দরে জল্পনা তুঙ্গে। সময় যত গড়াচ্ছে, ততই উত্তেজনা বাড়ছে দিল্লির রাজনৈতিক করিডরে। শেষ পর্যন্ত কে সেই নির্বাচিত প্রার্থী, তা বলবে আগামী কয়েক সপ্তাহ।