‘রাহুল গান্ধী ওয়াপাস যাও’, স্লোগান তুলল বিজেপি

আচমকা রায়বরেলির কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধীকে দেখে ক্ষোভে ফেটে পরল বিজেপি। লোকসভা ভোটের মুখে আজ শুক্রবার নতুন করে অশান্ত হয়ে উঠল উত্তরপ্রদেশের রায়বরেলি।

কংগ্রেস নেতা তথা কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধীকে লক্ষ্য করে ‘রাহুল গান্ধী ওয়াপাস জাও’ স্লোগান দিলেন বিজেপি কর্মীরা। ঘটনার সময়ে রাহুল গান্ধীর কনভয় যাচ্ছিল। যাইহোক, উত্তরপ্রদেশের রায়বরেলি আসন থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী-কে প্রার্থী করা হয়েছে। সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার দুপুরে রায়বরেলি আসনে মনোনয়ন জমা দিলেন রাহুল গান্ধী। এদিন তাঁর সঙ্গে ছিলেন সোনিয়া গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।

   

রায়বরেলি ও আমেঠি থেকে কংগ্রেসের প্রার্থী কে? এ নিয়ে সাসপেন্স বজায় ছিল। শুক্রবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নতুন তালিকা প্রকাশ করে এই দুই আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দল। কংগ্রেস নেতা রাহুল গান্ধী রায়বরেলি থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এবং আমেঠি থেকে গান্ধী পরিবারের ঘনিষ্ঠ সহযোগী কেএল শর্মা লড়াই করবে বলে জানা গিয়েছে। 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন