হায়দরাবাদ: “প্রধানমন্ত্রীর মা’কে কুকথা বলার বিরুদ্ধে প্রতিবাদকারী বিজেপি (BJP) নেতাদের কংগ্রেস সরকার গৃহবন্দী করে রেখেছে”, বলে বিস্ফোরক দাবি করলেন বিজেপি সাংসদ জি কিষান রেড্ডী (G Kishan Reddy)। রবিবার সংবাদমাধ্যমকে তিনি বলেন, “তেলেঙ্গানায় সরকার যা শুরু করেছে, দেশের মানুষ খুব তাড়াতাড়ি একত্রিত হয়ে কংগ্রেসকে উচিৎ শিক্ষা দেবে। ওরা কোনও প্রতিশ্রুতি পূরণ করেনি।”
সেকেন্দ্রাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদের এই মন্তব্যের প্রেক্ষিতে এখনও কোনও মন্তব্য করেনি কংগ্রেস। মায়ের নামে প্রধানমন্ত্রীকে গালিগালাজকে অস্ত্র করে কার্যত মাঠে নেমে পড়েছে গেরুয়া শিবির। কলকাতা, সহ বিহার দিল্লিতেও বিজেপি কর্মীদের অসন্তোষে পরিস্থিতি উত্তাল হয়। কলকাতার বিধান ভবন ভাঙচুর, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গের ছবিতে কালই লাগিয়ে দেওয়া হয়। কার্যালয়ের সামনে টায়ারে আগুন জালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি সমর্থকেরা। ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত দক্ষিণ কলকাতার ‘বাহুবলী’ নেতা রাকেশ সিং এখনও অধরা।
অন্যদিকে, বিতর্কের জেরে কংগ্রেস-বিজেপি কর্মীদের সংঘাতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় পাটনায়। দিল্লিতে কংগ্রেসের (Congress) সদর দফতর লক্ষ্য করে বিজেপি কর্মীদের বিক্ষুব্ধ মিছিলের উপর জলকামান দাগে পুলিশ। দ্বারভাঙ্গা জেলার ভোটার অধিকার যাত্রার (Voter Adhikar Yatra) র্যালি থেকে প্রধানমন্ত্রীর মায়ের সম্পর্কে কুমন্তব্য করার অভিযোগে ইতিমধ্যেই রাজা নামক একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন দ্বারভাঙ্গার সিনিয়র সুপারিন্টেনডেন্ট। বাকিদের খোঁজে তয়াশি চালানো হচ্ছে বলেও পুলিশের তরফে জানানো হয়। শনিবার ‘মহাগাঁঠবন্ধন’ অনুষ্ঠানে দ্বারভাঙ্গা জেলায় মৌন ধর্না প্রদর্শন করে বিজেপি।