নয়াদিল্লি: শুরু হয়ে গিয়েছে কাউন্ট ডাউন৷ দিন ঘোষণা হয়ে গিয়েছে দিল্লি বিধানসভা নির্বাচনের৷ তৃতীয়বার ক্ষমতায় আসতে একের পর এক জনদরদী প্রকল্পের ঘোষণা করে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদামি পার্টি (আপ)৷ তাদের পিছনে ফেলে দিল্লির নির্বাচনে তরী পার করতে তৎপর বিজেপি। আর সে জন্য মহারাষ্ট্রের কায়দায় মহিলা ভোটকেই পাখির চোখ করছে তাঁরা৷ (BJP woo Delhi with Ladli Behna scheme)
বিজেপি’র প্রতিশ্রুতি BJP woo Delhi with Ladli Behna scheme
দিল্লির আসন্ন নির্বাচনে বিজেপি নতুন কিছু প্রতিশ্রুতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সূত্রের খবর, ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, বিনামূল্যে পাইপলাইন মারফৎ জল এবং মহিলাদের জন্য লাডলি বেহেনা স্কিমের মতো প্রকল্প ঘোষণা করার পরিকল্পনা নেওয়া হয়েছে।রাজনৈতিক মহল বলছে, বাংলার লক্ষ্মীর ভাণ্ডারই এবার দিল্লির নির্বাচনে বিজেপির হাতিয়ার হতে চলেছে৷ শুধু নাম বদলে হয়েছে লাডকি বহেনা যোজনা৷ এর পাশাপাশি, ধর্মীয় স্থানগুলোর জন্য ৫০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার পরিকল্পনাও করছে গেরুয়া শিবির।
লাডলি বেহনা স্কিম BJP woo Delhi with Ladli Behna scheme
বিজেপির লাডলি বেহনা স্কিম নিয়ে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে, কারণ মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশে দলের সাম্প্রতিক নির্বাচনী জয় মূলত মহিলাদের প্রকল্পে ভর করে এসেছে৷ তাঁদের নগদ সহায়তা ভোটের পালে হাওয়া জুড়েছে। গত কয়েক বছরে মহিলারা একটি শক্তিশালী ভোটব্যাংকে পরিণত হয়েছেন, যার কারণে রাজনৈতিক দলগুলো বিশেষভাবে তাদের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করতে শুরু করেছে৷
তৃতীয়বার ক্ষমতায় আসার লক্ষ্যে আপ BJP woo Delhi with Ladli Behna scheme
এদিকে, দিল্লিতে তৃতীয়বার ক্ষমতায় আসার লক্ষ্যে ‘মহিলা সম্মান যোজনা’ ঘোষণা করেছে আপ। এই স্কিমের মাধ্যমে দিল্লির মহিলাদের জন্য মাসিক ভাতা ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ২,১০০ টাকা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া, অরবিন্দ কেজরিওয়াল ‘সঞ্জীবনী যোজনা’ নামে একটি প্রকল্পও ঘোষণা করেছেন, যার মাধ্যমে ৬০ বছরের বেশি বয়সী নাগরিকদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হবে।
AAP-এর আরও প্রতিশ্রুতি BJP woo Delhi with Ladli Behna scheme
AAP আরও একটি গুরুত্বপূর্ণ দলীয় পরিকল্পনা হিসেবে দিল্লির অটোচালকদের জন্য একাধিক সুবিধা ঘোষণা করেছে। তাদের জন্য ১৫ লাখ টাকার জীবন বীমা, দুর্ঘটনা বীমা, ১ লাখ টাকার মেয়ে-বিয়ের সহায়তা এবং ২,৫০০ টাকার ইউনিফর্ম ভাতা দেওয়ার প্রস্তাবও রয়েছে।
এছাড়া, অতীতে AAP তাদের নির্বাচনী ইস্তেহারে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ এবং মহিলাদের জন্য বিনামূল্যে বাস সার্ভিসের মতো প্রতিশ্রুতি দিয়েছে, যা দলের শাসননীতির মূল অংশ হয়ে উঠেছে।
অপরদিকে, কংগ্রেসও জোর নির্বাচনী প্রচারে নেমেছে। তাদের ‘পিয়ারি দিদি যোজনা’ নামে একটি প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে৷ এই প্রকল্পের মাধ্যমে দিল্লির মহিলাদের প্রতি মাসে ২,৫০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে৷
Bharat: BJP prepares new promises for Delhi elections, including free electricity up to 300 units, free piped water, and the Ladli Behna Scheme for women. Inspired by Bengal‘s Lakshmi Bhandar, BJP aims to attract female voters with cash assistance.