অরুণাচল প্রদেশে বিজেপি (BJP)-র জয়জয়কার। বিধানসভা ভোটে নতুন করে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ফের রাজ্যে সরকার গড়তে চলেছে দল বলে খবর।
নির্বাচন কমিশন জানাচ্ছে, অরুণাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে ৬০টি বিধানসভা আসনের মধ্যে ৩১টিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গিয়েছে বিজেপি। এছাড়া এগিয়ে আরও ১৪টি আসনে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও চলছে গণনা।
BJP wins Arunachal Pradesh Assembly Elections as it gets the majority mark of 31 out of 60 Assembly seats; leading on 14 seats
Counting is still underway. pic.twitter.com/KES8u20AqE
— ANI (@ANI) June 2, 2024