“অনেক হয়েছে, এবার সতর্ক হোন…”, ব্রিজ ভূষণকে কড়া বার্তা বিজেপি’র

হরিয়ানা কৃষক আন্দোলনে যথেষ্ট মুখ পুড়েছে বিজেপি-র (BJP)। তবে আর নয়। এবারে ভাবমূর্তি রক্ষায় তৎপর কেন্দ্র। তড়িঘড়ি দলেরই প্রাক্তন সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং-কে সংযত…

Vinesh-Phogat

হরিয়ানা কৃষক আন্দোলনে যথেষ্ট মুখ পুড়েছে বিজেপি-র (BJP)। তবে আর নয়। এবারে ভাবমূর্তি রক্ষায় তৎপর কেন্দ্র। তড়িঘড়ি দলেরই প্রাক্তন সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং-কে সংযত হওয়ার বার্তা দেওয়া হল। দলের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, কুস্তিগীর ভিনেশ ফোগাট (Vinesh Phogat) ও বজরং পুনিয়া’র (Bajrang Punia) মত জনপ্রিয় ব্যক্তিত্বদের নিয়ে তিনি যেন আর কোন বেফাঁস মন্তব্য না করেন। 

উল্লেখ্য, সম্প্রতি এই দুই কুস্তিগীর কংগ্রেসে যোগ দিয়েছেন। ঠিক তার পর দিনই পুরনো ক্ষোভ উগড়ে দেন ব্রিজ ভূষণ। অলিম্পিকের ফাইনাল রাউন্ডে ভিনেশ ফুগাটের বাদ পড়া নিয়ে কটাক্ষের তির ছুড়ে তিনি বলেন, ‘ভগবান আপনাকে শাস্তি দিয়েছে…’।

   

‘ভগবান আপনাকে শাস্তি দিয়েছে…. ‘। মূলত অলিম্পিকের ফাইনাল রাউন্ডে ভিনেশ ফোগাটের বাদ পড়া নিয়ে কটাক্ষের তির ছুড়ে দিয়েছিলেন বিজেপি-র প্রাক্তন সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং। তিনি আরও বলেন, “জুনিয়ার খেলোয়াড়দের অধিকার ছিনিয়ে নিয়েছেন আপনারা। তাই ভগবান সেই শাস্তি আপনাদের দিয়েছে।” আসলে গত দু’বছর আগে ঘটে যাওয়া ঘটনার জ্বালা মেটাতেই এমন মন্তব্য করেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। 

প্রসঙ্গত, গত বছর মাঝামাঝি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে সরব হয়েছিলেন তিন প্রধান কুস্তিগীর – সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট ও বজরং পুনিয়া। তাই রেসলিং ফেডারেশনের সভাপতির পদ থেকে ব্রিজ ভূষণ শরণ সিংয়ের পদত্যাগের দাবিতে দিল্লির রাজপথে অনশনে বসেন তাঁরা। সেসময় তাঁদের সঙ্গ দিয়েছিলেন আরও অনেকেই।

কুস্তিগীরদের সমর্থনে কৃষক আন্দোলনের নেতারা যোগদান করলে আন্দোলনের তীব্রতা আরও বৃদ্ধি পায়। হরিয়ানার একাধিক খাপ পঞ্চায়েতে প্রতিফলিত হয়েছিল কুস্তিগীরদের দাবি। কুস্তিগীরদের এই আন্দোলনকে সরাসরি সমর্থন জানায় কংগ্রেস সহ দেশের অন্যান্য বিরোধী দলগুলি। শেষ পর্যন্ত চাপে পড়ে ফেডারেশনের সভাপতির পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন ব্রিজ ভূষণ। বলা বাহুল্য যে এই ঘটনার জেরে বিপাকে পড়তে হয়েছিল কেন্দ্রের মোদী সরকারকে (BJP)। এখন সুযোগ পেতেই জমে থাকা ক্ষোভ উগড়ে দিয়েছেন ব্রিজ ভূষণ।