“তৃণমূলকে বদনাম করতে চাইছে বিজেপি!” শাহের পোস্টার বিতর্কে শশী পাঁজার কটাক্ষ

কলকাতা: শুক্রবার মহাসমারোহে অমিত শাহের (Amit Shah) চেতলা অগ্রণীর পুজো মন্ডপ উদ্বোধনের আগেই শুরু হয় তুমুল রাজনৈতিক বিতর্ক। দিনভর চলল অভিযোগ-পাল্টা অভিযোগের পালা। পহেলগাম জঙ্গি…

কলকাতা: শুক্রবার মহাসমারোহে অমিত শাহের (Amit Shah) চেতলা অগ্রণীর পুজো মন্ডপ উদ্বোধনের আগেই শুরু হয় তুমুল রাজনৈতিক বিতর্ক। দিনভর চলল অভিযোগ-পাল্টা অভিযোগের পালা। পহেলগাম জঙ্গি হামলার থিমে এবারের চেতলা অগ্রণী সেজে উঠেছে। সেই মন্ডপের উদ্বোধনে অমিত শাহ পৌঁছনর আগেই গায়েব হয়ে যায় তাঁর পোস্টার বলে অভিযোগ। তৃণমূলের (TMC) কারসাজিতেই স্বরাষ্ট্রমন্ত্রীকে এই অপমান বলে সরব হয় গেরুয়া শিবির।

Advertisements

এবার অভিযোগের পাল্টা প্রতিক্রিয়ায় বিজেপিকে বিঁধলেন রাজ্যের নারি-শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja)। “তৃণমূলকে বদনাম করতে চাইছে বিজেপি নেতা-কর্মীরা”, বলে কটাক্ষ করেন রাজ্যের মন্ত্রী। এদিন সাংবাদিকদের তিনি বলেন, “শুধুমাত্র কলকাতা নয়, বরং রাজ্যজুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার দেখতে পাবেন। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রী আসছেন বলেই তাঁর পোস্টার সরিয়ে বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার লাগানো হয়েছে, এটা বলা ভুল। বিজেপির (BJP) এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।” এরপরেই বিজেপির ‘জয় শ্রী রাম’ ধ্বনি নিয়েও কটাক্ষ করেন মন্ত্রী।

   

“জলমগ্ন কলকাতায় একজন বিজেপি কর্মীর দেখা মেলেনি”!

এরপরেই মঙ্গলবার ৫ ঘণ্টার আকাশ ভাঙা বৃষ্টির পর কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম নিজে আবর্জনা পরিষ্কার করেছেন কিন্তু একজন বিজেপি কর্মীকেও জলমগ্ন কলকাতায় পথে নামতে দেখা যায়নি বলে তোপ দাগেন পাঁজা (Shashi Panja)। তিনি বলেন, “৩০০ মিলিমিটার রেকর্ড বৃষ্টির পর জলমগ্ন কলকাতায় একজন বিজেপি কর্মীকেও পথে নেমে পরিস্থিতির মোকাবিলা করতে দেখা যায়নি। তাঁরা বাড়িতে বসে শুধু কটাক্ষ করেছেন। কিন্তু মেয়র সহ নির্বাচিত জনপ্রতিনিধিরা পথে নেমে আবর্জনা সাফ করছিলেন”।

অমিত শাহের পুজো মন্ডপ উদ্বোধন

এদিন চেতলা অগ্রণীর “পহেলগাম” থিমের পুজো মন্ডপ উদ্বোধনের পর “সোনার বাংলা” গড়ার ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি বলেন, “আমি মা দুর্গার কাছে প্রার্থনা করেছি, ২০২৬-এ সেই দলই যেন ক্ষমতায় আসে যারা সোনার বাংলা গড়ার ক্ষমতা রাখে। আমরা চাই বাংলা আবার সুরক্ষিত হোক”। পশ্চিমবঙ্গের মানুষকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানানোর পাশাপাশি, মঙ্গলবার বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত ১০ জনের পরিবারের উদ্দেশ্যে সমবেদনা জানান অমিত শাহ।