টার্গেট ৪০০ পার। লড়াইয়ের (Lok Sabha Election) শুরুতেই ২ আসনে এগিয়ে বিজেপি। দেশের ৫৪৩ লোকসভা আসনের মধ্যে ২ আসনে পদ্ম ফুটেছে। লড়াই হচ্ছে ৫৪১ আসনে।
যে দুই আসন বিজেপি দখল করেছে সেই দুটোই গেরুয়া রাজ্যে। একটি গুজরাতের সুরাত এবং অপরটি মধ্যপ্রদেশের ইনদৌর। একটি কেন্দ্রে বিরোধী কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। আরেকটিতে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন কংগ্রেস প্রার্থী।
দক্ষিণ গুজরাতের সুরাতের কংগ্রেস প্রার্থী ছিলেন নীলেশ কুম্ভনি। তাঁর মনোনয়ন বাতিল করে কমিশন। তারপর ওই আসনের বাকি ৮ অবিজেপি প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন পদ্ম-প্রার্থী মুকেশ দালাল।
এ নিয়ে উল্লসিত গুজরাত বিজেপির সভাপতি সিআর পাটিল সোমবার এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘সুরাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রথম ‘পদ্ম’ উপহার দিল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার জন্য সুরাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মুকেশভাই দালালকে অভিনন্দন।”
অন্যদিকে সোমবার মনোনয়ন প্রত্যাহার করেন ইনদৌরের কংগ্রেস প্রার্থী অক্ষয়কান্তি বাম্ব। মধ্যপ্রদেশের ওই কেন্দ্রে ভোট হবে আগামী ১৩ই মে। চতুর্থ দফায়। ২৫ তারিখ ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন। ২৯ তারিখ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এদিনই মনোনয়ন প্রত্যাহার করেন কংগ্রেস প্রার্থী। অর্থাৎ ওই কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে আর কোনও শক্তিশালী প্রার্থী নেই। ইনদৌর কেন্দ্রেও আগাম পদ্ম ফুটেছে।