বদলাপুর কাণ্ডে অভিযুক্তের এনকাউন্টার, শোকে কাতর ইন্ডি জোট!

মহারাষ্ট্রের বদলাপুরে শিশু (Badlapur Sexual Assault) নিগ্রহের ঘটনায় যুক্ত মূল অভিযুক্তকে এনকাউন্টার করে মারা হয়েছে। জানা গিয়েছে, পুলিশের থেকে পালাবার চেষ্টা করেছিল ওই অভিযুক্ত। অভিযুক্তের…

shehzad poonawala

মহারাষ্ট্রের বদলাপুরে শিশু (Badlapur Sexual Assault) নিগ্রহের ঘটনায় যুক্ত মূল অভিযুক্তকে এনকাউন্টার করে মারা হয়েছে। জানা গিয়েছে, পুলিশের থেকে পালাবার চেষ্টা করেছিল ওই অভিযুক্ত। অভিযুক্তের নাম অক্ষয় শিন্ডে। এই ঘটনাকে সাধারণ ঘটনা হিসেবে মেনে নিতে পারছেন না অভিযুক্তের মা। তিনি মনে করছেন এর পেছনে গভীর ষড়যন্ত্র কাজ করেছে।

মুম্বইয়ের নামী এনকাউন্টার স্পেশালিষ্টের প্রদীপ শর্মার সঙ্গে যিনি কাজ করেছিলেন সেই পুলিশকেই এই মামলার তদন্ত করার জন্য স্পেশাল আবেদনে আনা হয়েছিল বদলাপুরে। তার গুলিতেই মৃত্যু হয়েছে অভিযুক্তের।
এই সম্পর্কে বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা বলেছেন, “বদলাপুর যৌন নিপীড়নের অভিযুক্ত অক্ষয় শিন্ডে পুলিশের পাল্টা গুলিতে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে৷ একদিকে মহারাষ্ট্র এবং বদলাপুর স্বস্তির নিঃশ্বাস ফেলেছে অন্যদিকে ইন্ডি জোটের দলগুলি একজন ধর্ষকের মৃত্যুতে শোক প্রকাশ করছে।

   

এই জোট কি ‘বলাৎকারি বাঁচাও জোট’? কংগ্রেস পার্টি এবং ইন্ডি জোটের কিছু নেতা ধর্ষকদের পক্ষে কথা বলতে শুরু করেছেন। এটি অত্যন্ত লজ্জাজনক।”

প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের পরের দিন অর্থাৎ ১৬ অগস্ট, মহারাষ্ট্রের বদলাপুরে একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শৌচাগারে দুই ছাত্রীকে যৌন নিগ্রহ করার ঘটনা ঘটে। এর জেরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। ধর্ষকের সাজা চেয়ে থানার স্যামনে শুরু হয় বিক্ষোভ, হয় রেল অবরোধ।

নির্যাতিতার পরিবার অভিযোগ জানালে পুলিশের তৎপরতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। দীর্ঘ ১২ ঘন্টা পর এফআইআর জমা নেয় পুলিশ। পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্যেবেলা তালোজা জেল থেকে বদলাপুর কাণ্ডে অভিযুক্ত অক্ষয়কে নিয়ে ফিরছিলেন পুলিশকর্মীরা। সেইসময় অভিযুক্ত পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে পালাবার চেষ্টা করে। তখনই তার এনকাউন্টার করা হয়।