Loksabha Election 2024: চতুর্থ তালিকা প্রকাশ করল BJP, ফের ব্রাত্য বাংলা

লোকসভা ভোটের প্রাক্কালে এবার চতুর্থ তালিকা প্রকাশ করল বিজেপি (BJP)। পুদুচেরি ও তামিলনাড়ুর লোকসভার ৪ নম্বর প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। আর এবারেও প্রার্থী তালিকায়…

Bjp

short-samachar

লোকসভা ভোটের প্রাক্কালে এবার চতুর্থ তালিকা প্রকাশ করল বিজেপি (BJP)। পুদুচেরি ও তামিলনাড়ুর লোকসভার ৪ নম্বর প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। আর এবারেও প্রার্থী তালিকায় রইল বিরাট চমক।

   

Image

জানা গিয়েছে, পুদুচেরি আসনে শ্রী নমশ্বীভায়াম, তামিলনাড়ুর তিরুভাল্লুর আসন থেকে পন. ভি বালাগনপতী, চেন্নাই উত্তর থেকে আর সি পাল কানাগরজ, তিরুভানামালাই থেকে এ অশ্বথামান, নামাক্কাল থেকে ড. কে পি রামালিঙ্গম, তিরুপ্পুর থেকে এপি মুরুগানন্দম, পোল্লাচি থেকে কে বসন্তরাজন, কারুর থেকে ভি ভি সেন্থিলনাথন, চিদাম্বরম থেকে পি কার্থিয়ায়নি, নাগাপাত্তিনাম থেকে এসজিএম রমেশ, থাঞ্জাভুর থেকে এম মুরুগানন্দম, শিবগঙ্গা থেকে ড. দেভানাথন যাদব, মাদুরাই থেকে প্রফেসর রামা শ্রীনিবাসন, বিরুধানগর থেকে রাধিকা শরথকুমার এবং তেনকাসি থেকে বি জন পান্ডিয়ান লড়বেন।

এদিকে দুই রাজ্যের জন্যে প্রার্থী তালিকা প্রকাশ করা বলেও সেই তালিকায় নাম নেই পশ্চিমবঙ্গের কোনও বিজেপি প্রার্থীর নাম।