বেশ কিছু রাজ্যে বিধানসভা ভোটের আবহে বিজেপি (BJP)-র এক সিদ্ধান্তের জেরে চমকে গিয়েছেন সকলে। আসলে হরিয়ানায় আসন্ন বিধানসভা ভোটকে কেন্দ্র করে সরগরম হয়ে রয়েছে রাজ্য। বিগত ১০ বছর ধরে হরিয়ানায় ক্ষমতায় থাকা বিজেপি নিজেদের দুর্গ টিকিয়ে রাখতে প্রাণপন লড়াই করছে। অ্যান্টি-ইনকাম্বেন্সি ঠেকাতে ৯০টি আসনের মধ্যে ৪০টি আসনের প্রার্থী পরিবর্তন করা হয়েছে। বিজেপির তালিকায় ২ জন প্রাক্তন সাংসদ, ১ জন রাজ্যসভার সাংসদ এবং ২৭ জন নতুন মুখের নাম রয়েছে।
যে বিজেপি এতদিন জাঠদের চৌধারে অ-জাঠ রাজনীতি এবং ওবিসি কার্ডকে তুরুপের তাস হিসাবে বিবেচনা করেছে, তারা তাদের বর্তমান তিন মন্ত্রী-সহ ৯ জন বিধায়কের ডানা ছেঁটে ফেলেছে। এইভাবে সমস্ত জল্পনার মাঝেও বিজেপি তাদের চমকপ্রদ তালিকা প্রকাশ করে ‘স্পেশাল ৬৭’ প্রার্থী ঘোষণা করেছে।
তালিকা অনুযায়ী আবারও টিকিট পেয়েছেন ৮ জন মন্ত্রী। ২৫ জন নতুন মুখ এবং ৮ জন মহিলাও রয়েছেন। মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি চারদিন আগে পর্যন্ত বলেছিলেন যে তিনি কার্নাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তবে তাঁর আসন পরিবর্তন করা হয়েছে। নয়াব সিং সাইনির আসন পরিবর্তন সবার নজর কেড়েছে। সাইনি কার্নালের বিধায়ক হলেও লাডওয়া থেকে টিকিট পেয়েছেন। লাডওয়া কুরুক্ষেত্র লোকসভায় রয়েছে। এই লাডওয়া বিধানসভা আসনটি বর্তমানে কংগ্রেসের দখলে। সেখানকার বর্তমান বিধায়ক মেওয়া সিং এখানে কংগ্রেসের জয়ের ধারা বজায় রাখতে লড়াই করছেন।
এমতাবস্থায় বিষয়টির গুরুত্ব বুঝে বিজেপি এখান সুযোগ বুঝে কোপ মেরেছে নয়াব সিংকে দাঁড় করিয়ে বলে মনে করছে বিশিষ্ট মহল। এদিকে অনিল ভিজকে আবার আম্বালা থেকে প্রার্থী করা হয়েছে। গত পাঁচ বছর ধরেই শোনা যাচ্ছিল অনিল ভিজ দলের উপর ক্ষুব্ধ। যাবতীয় জল্পনার মাঝেও যেভাবে রাজস্থানে কংগ্রেসের ‘হাত’ ছাড়েননি সচিন পাইলট। একইভাবে হরিয়ানায় দলের উপর ক্ষুব্ধ ভিজ হয়তো রেগে গিয়েছিলেন, কিন্তু তিনি পদ্মফুল ছাড়েননি। মনোহরলাল খট্টরের পর যখন সাইনিকে হরিয়ানার মুখ্যমন্ত্রী করা হয়, তখন অনিল ভিজ চোট পেলেও সভা ছেড়ে চলে যান। এমন পরিস্থিতিতে প্রথম তালিকায় নিজের ঐতিহ্যবাহী আসন থেকে তাকে সুযোগ দিয়ে নিজের সম্মান ধরে রেখেছে দলটি।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে পাঁচটি আসন হারানোর পর বিজেপি অনেক বর্তমান বিধায়কের টিকিট কেটেছে। প্রথম তালিকা অনুযায়ী, ৯ জন বর্তমান বিধায়কের টিকিট কেটেছে বিজেপি। পালওয়াল থেকে দীপক মঙ্গলা, ফরিদাবাদ থেকে নরেন্দ্র গুপ্তা, গুরুগ্রাম থেকে সুধীর সিংলা, বাওয়ানি খেরা থেকে বিশ্বম্ভর বাল্মীকি, রানিয়া থেকে ক্যাবিনেট মন্ত্রী রঞ্জিত চৌটালা, আটেলি থেকে সীতারাম যাদব, পেহওয়া থেকে প্রাক্তন মন্ত্রী সন্দীপ সিং, সোহনা থেকে রাষ্ট্রমন্ত্রী সঞ্জয় সিং এবং রতিয়া থেকে লক্ষ্মণ নাপাকে ছেঁটে ফেলা হয়েছে।
BJP releases its first list of 67 candidates for the upcoming Haryana Assembly elections.
CM Nayab Singh Saini to contest from Ladwa, Gian Chand Gupta from Panchkula, Anil Vij from Ambala Cantt., Kanwar Pal Gurjar from Jagadhri, Sunita Duggal from Ratia, Bhavya Bishnoi from… pic.twitter.com/iBvdwdabLX
— ANI (@ANI) September 4, 2024