Presidential Election: অভিষেকের শাস্তির দাবিতে সরব বিজেপি

Abhishek Banerjee

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে গিয়ে নিয়ম ভেঙেছেন অভিযোগে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শাস্তির দাবিতে সরব বিজেপি।

Advertisements

ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস সাংসদের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ তুলে রাজ্যের অবরজারভারের কাছে অভিযোগ জানিয়েছে বিজেপি।
অভিযোগ, ১৫ গাড়ির কনভয় সহ একাধিক লোক নিয়ে বিধানসভায় প্রবেশ করেছেন অভিষেক।

রাষ্ট্রপতি নির্বাচনের নিয়মে বলা আছে, ভোট দেবেন একজন সাংসদ বা বিধায়ক। ভোটের দিন তিনি গাড়ি নিয়ে বিধানসভায় প্রবেশ করতে পারবেন। সঙ্গে চালক ছাড়া অন্য কেউ থাকবে না। এমনকি নিরাপত্তারক্ষীরাও কেউ থাকবেন না বলেও দাবি করেছে বিজেপি।

বিজেপির তরফে অভিযোগ হয়েছে, এদিন ১৫ গাড়ির কনভয় নিয়ে প্রবেশ করেছেন অভিষেক।

Advertisements

চিঠি দিয়ে অভিষেকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে আর্জি জানিয়েছে বিজেপি।

তবে অভিষেক বলেন, এরকম কোনও গাইডলাইন নির্বাচন কমিশনের এই নিয়ম থাকলে তিনি দুঃখিত। তবে ১৫ টি গাড়ি অঙ্গে ছিল না।