বড় সিদ্ধান্তের পথে হাঁটল বিজেপি(BJP)-র হাই কমান্ড। বিজেপি তাদের সংসদীয় বোর্ড (BJP Parliamentary Board) এবং কেন্দ্রীয় নির্বাচন কমিটি ঘোষণা করেছে। এদিকে সংসদীয় বোর্ড থেকে বাদ পড়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি। বিজেপির এই সংসদীয় বোর্ড ও নির্বাচন কমিটির চেয়ারম্যান হবেন জেপি নাড্ডা। সর্বানন্দ সোনোয়াল এবং বিএস ইয়েদুরাপ্পাকে বিজেপির পক্ষ থেকে বোর্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, সংসদীয় বোর্ড বিজেপির সবচেয়ে শক্তিশালী সংস্থা। দলের সব বড় সিদ্ধান্তই এই বোর্ডের মাধ্যমে নেওয়া হয়। মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ সংসদীয় বোর্ডে জায়গা না পেলেও তাঁকে নির্বাচন কমিটির সদস্য করা হয়েছে, যা কিনা আর এক শক্তিশালী প্রতিষ্ঠান। তিনি ছাড়াও রাজস্থান থেকে আসা বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং ওম মাথুরকেও এই নির্বাচন কমিটিতে জায়গা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নির্বাচন কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে শাহনেওয়াজ হোসেনকে। একই সঙ্গে এই গুরুত্বপূর্ণ কমিটি থেকে জোয়েল ওরামকেও সরিয়ে দিয়েছে বিজেপি।
BJP releases a list of members of the party's Central Election Committee (CEC).
Maharashtra Deputy CM Devendra Fadnavis included in the Committee. pic.twitter.com/wvUJAvoNzA
— ANI (@ANI) August 17, 2022
বিজেপি সংসদীয় বোর্ডের পূর্ণাঙ্গ তালিকা
জগৎ প্রকাশ নাড্ডা (সভাপতি)
নরেন্দ্র মোদী
রাজনাথ সিং
অমিত ভাই শাহ
বি এস ইয়েদুরাপ্পা
সর্বানন্দ সোনোয়াল
কে লক্ষ্মণ
ইকবাল সিং লালপুরা
সুধা যাদব
সত্যনারায়ণ জাটিয়া
বি এল সন্তোষ (সচিব)
বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি
জগৎ প্রকাশ নাড্ডা (সভাপতি)
নরেন্দ্র মোদী
রাজনাথ সিং
অমিত ভাই শাহ
বি এস ইয়েদুরাপ্পা
সর্বানন্দ সোনোয়াল
কে লক্ষ্মণ
ইকবাল সিং লালপুরা
সুধা যাদব
সত্যনারায়ণ জাটিয়া
ভূপেন্দ্র যাদব
দেবেন্দ্র ফড়নবীশ
ওম মাথুর
বি এল সন্তোষ (সচিব)
Vanathi শ্রীনিবাস