বঙ্গ নিবার্চনের আগে ‘ভূতুড়ে ভোটা’র নিয়ে যোগী রাজ্যে প্রশ্নের মুখে BJP!

bjp-on-sir-Uttar-Pradesh-voter-list-update

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ার ঘটনা উত্তরপ্রদেশে রাজনৈতিক আলোচনার সৃষ্টি করেছে। পশ্চিমবঙ্গের ‘অনুপ্রবেশকারী’ বিতর্ককে কেন্দ্র করে বিজেপি (BJP) দাবি করেছিল, সেখানকার ভোটার তালিকায় কোটির বেশি নাম বাদ যাবে, বাস্তবে সেই তুলনায় উত্তরপ্রদেশে শতকরা হিসাবে অনেক বেশি ভোটার নাম কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ।

অমর্ত্যকে SIR শুনানির নোটিস! অভিযোগ অভিষেকের

   

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, খসড়া তালিকা থেকে উত্তরপ্রদেশে মোট ২ কোটি ৮৯ লক্ষ ভোটার বাদ পড়েছেন। এর মধ্যে ২ কোটি ১৭ লক্ষ ভোটার স্থানান্তরিত, ৪৬ লক্ষ মৃত এবং ২৫ লক্ষ ৪৭ হাজার ভোটার একাধিক স্থানে নাম রেজিস্টার করায় তালিকা থেকে বাদ পড়েছেন। অর্থাৎ, যে ভোটাররা স্থানান্তরিত হয়েছেন, তারা কি আসলে উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন, সে নিয়েও প্রশ্ন উঠছে।

বর্তমানে রাজ্যের বৈধ ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৫৫ লক্ষ ৫৬ হাজার ২৫ জন। ২০২৫ সালের অক্টোবরের সঙ্গে তুলনা করলে দেখা যায়, তত্কালীন সময়ে ১৫ কোটি ৪৪ লক্ষ ভোটার ছিলেন। ফলে খসড়া তালিকা থেকে বাদ পড়ার সংখ্যা ২.৮৯ কোটি।

চূড়ান্ত ভোটার তালিকা পিছনোর আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভোটার তালিকা থেকে নাম কাটা পড়ার ধরণও ইঙ্গিতবাহী। সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে এমন জেলা গুলি হল লখনউ (৩০ শতাংশ), গাজিয়াবাদ, কানপুর, গৌতম বুদ্ধ নগর, মেরঠ, প্রয়াগরাজ ও আগ্রা। উল্লেখযোগ্য, এই সব জেলা বিজেপির শক্তকেন্দ্র হিসেবে পরিচিত। অন্যদিকে মুসলিম সংখ্যালঘু এলাকা যেমন মোরাদাবাদ, রামপুর, সাহারানপুর, মুজফফরপুর ও বিজনৌর এলাকায় নাম বাদের হার ১৫–১৮ শতাংশের মধ্যে রয়েছে।

উত্তরপ্রদেশে ভোটার সংখ্যা হ্রাসকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে। সমাজবাদি পার্টির প্রধান অখিলেশ যাদব জানিয়েছেন, “উত্তরপ্রদেশের প্রতিটি বিধানসভায় গড়ে ৬০ হাজার ভোট কমছে বিজেপির পকেট ভোটের এলাকা থেকে। যা ভোট বাদ পড়ছে, তার বেশির ভাগই যোগী আদিত্যনাথের নিজের প্রভাবশালী এলাকা।”

রাজনীতিকদের মতে, এই হ্রাসের ধরণ ও অঞ্চলভিত্তিক বৈষম্য এবার বিজেপির জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ভোটার তালিকার সংযোজন ও সংশোধনের এই প্রক্রিয়া আগামী নির্বাচনেও আলোচনার বিষয় হয়ে থাকবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleকিকস্টার্টকে গোলের মালা মহিলা মশাল ব্রিগেডের
Next articleঅভিষেকের চা বলয় সফরের পরেই ফের নির্বাচন কমিশনকে চিঠি শুভেন্দুর
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।