বিমানবন্দরে নামাজ পড়ায় আপত্তি বিজেপির! মুখ্যমন্ত্রীর কাছে চাইল জবাব!

বেঙ্গালুরু: বিমানবন্দরে কেন নামাজ (Namaz) পড়া হবে? বেঙ্গালুরুর কেম্পাগোডা আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২ তে একটি মুসলিম গোষ্ঠীর নামাজ পড়ার ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়। নামাজ পড়া নিয়ে তীব্র আপত্তি জানিয়ে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার (Siddaramaiah) কাছে জবাব চাইল কর্ণাটক বিজেপি (BJP)।

Advertisements

কর্ণাটক বিজেপির মুখপাত্র বিজয় প্রসাদ কংগ্রেস সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, “বেঙ্গালুরুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২ তে নামাজের (Namaz) অনুমতি কীভাবে মিলল? মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, প্রিয়াঙ্ক খারগে, আপনারা কি এই অনুমতি দিয়েছেন?” সেইসঙ্গে বিজেপি মুখপাত্র আরও লেখেন, “উচ্চ-নিরাপত্তা সম্পন্ন বিমানবন্দরে নামাজ পড়ার আগে ওনারা কি অনুমতি নিয়েছিলেন?”

   

“RSS-এর কর্মকাণ্ড নিয়ে আপত্তি”

মূলত, পাবলিক স্পেসে ‘আরএসএস (RSS) কর্মসূচীর জন্য অনুমতি’ নিয়ে উত্তাল কর্ণাটকের রাজ্য রাজনীতি। রাজ্যের নগোরন্নয়ন এবং আইটি মন্ত্রী প্রিয়াঙ্ক খারগের (Priyank Khargea) সরকারি জায়গা এবং পাবলিক স্পেসে আরএসএস-এর কর্মসূচী নিষিদ্ধকরণের দাবী নিয়ে তোলপাড় রাজ্য।

Advertisements

এবার নামাজের ঘটনাকে হাতিয়ার করে তাই ময়দানে নেমে পড়েছে বিজেপি। রাজ্য বিজেপির মুখপাত্র বিজয় প্রসাদ কটাক্ষের সুর আরও চড়িয়ে বলেন, “সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থেকে অনুমতি নেওয়া সত্ত্বেও কর্ণাটক সরকার RSS-এর পথ সঞ্চালনার বিরোধিতা করে। কিন্তু একটি নিরাপত্তা বেষ্টিত এলাকায় এই ধরণের ঘটনার সময় চোখে ঠুলি এঁটে নেয়! এই দ্বিচারিতা কেন?”

সেইসঙ্গে প্রসাদ আরও বলেন, “বেঙ্গালুরু বিমানবন্দরের টার্মিনাল ২-এ কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। কিন্তু পুলিশ বা অন্য কোনও ব্যক্তি এটি (নামাজ পাঠ) বন্ধ করার চেষ্টা করেনি। এটি কংগ্রেস সরকারের দ্বিমুখী নীতির পরিচয় দেয় এবং সম্প্রদায়ের একাংশের স্পষ্ট তোষণ।