২০২৪ সালের লোকসভা ভোটের আগে এক প্রকার নাটকীয় ঘটনার সাক্ষী থাকলো গোটা দেশ। আবগারি নীতি মামলায় অত্যন্ত নাটকীয়ভাবে গ্রেফতার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। এদিকে কেজরিওয়াল গ্রেফতার হতেই বড় কিছুর ইঙ্গিত দিলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি প্রসঙ্গে সুকান্ত মজুমদার জানালেন, ‘আবগারি নীতি মামলায় কিছুদিন আগে বিআরএস নেতা কে কবিতাকেও গ্রেফতার করা হয়েছিল। আগামী দিনে এই মামলায় বড়সড় গ্রেফতারি হতে চলেছে বলেই ইঙ্গিত মিলেছে। এই মামলার শেষ ধারা অরবিন্দ কেজরিওয়ালের কাছে পৌঁছানোটাই স্বাভাবিক ছিল। দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকেও এই মামলায় গ্রেফতার করা হয়েছে।’
দিল্লি হাইকোর্ট গ্রেফতারিতে স্থগিতাদেশ দিতে অস্বীকার করায় সন্ধ্যায় অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে পৌঁছয় ইডির দল। প্রায় ২ ঘণ্টা তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্যদিকে, আবগারি কেলেঙ্কারি মামলায় অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি বিরুদ্ধেই আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে আপ বলে জানিয়ে দেওয়া হয়েছে। অরবিন্দ কেজরিওয়ালকে শুক্রবার ইডি আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হবে বলে কানাঘুষো শোনা যাচ্ছে।
শুক্রবার অরবিন্দ কেজরিওয়ালকে পিএমএলএ আদালতে হাজির করা হবে। এই সময়ের মধ্যে তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদের জন্য অরবিন্দ কেজরিওয়ালের হেফাজতে চাইবে। এদিকে দিল্লির মন্ত্রী অতিশী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট করেছেন। তিনি জানান, ‘দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি বাতিলের জন্য আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি। আমরা আজ রাতে সুপ্রিম কোর্টে জরুরি ভিত্তিতে শুনানির দাবি জানিয়েছি।’