কেন্দ্রীয় বাজেট থেকে শুরু করে নানা বিষয় নিয়ে শাসক বিরোধীদের মধ্যে তরজা লেগেই রয়েছে। এবারও তার ব্যতিক্রম হলো না। কিন্তু এবার ডায়মন্ড হারবারের তৃণমূলের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় নিশানা করলেন বিজেপি সংসদ তথা কেন্দ্র শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
লোকসভা ভোটের আগে হোক বা পরে, বিগত কিছু সময় ধরে বাংলার ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে নানা ভাষায় আক্রমণ করেই চলেছে শাসক দল তৃণমূল। এদিকে আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গুরুতর অভিযোগ তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন দিল্লির বুকে তিনি বলেন, “১০০ দিনের কাজ ও আবাসন প্রকল্পের জন্য বাংলাকে কবে এবং কত টাকা দিয়েছে বিজেপি? ওরা যদি ১০ পয়সারও প্রমাণ করতে পারে, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব।”
অভিষেক আরও বলেন, ‘আমি হাজার বার বলেছি যে ওরা একটা শ্বেতপত্র এনে বলুক যে তিন আর্থিক বছরে অর্থাৎ ২০২১-২২, ২০২২-২৩, ২০২৩-২৪ এই তিন বছরে ওরা বাংলাকে ১০ পয়সাও দিয়েছে কিনা।’ আর এরই এবার পাল্টা জবাব দিলেন সুকান্ত মজুমদার। বিভিন্ন বিষয় কেন্দ্র বাংলাকে রিপোর্ট দিতে তৈরি বলেও জানিয়ে দিলেন সুকান্ত। বুধবার সুকান্ত মজুমদার বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এভাবে কথা বলা উচিত নয়। যখনই তিনি চাইবেন, আমরা তথ্য সরবরাহ করতে প্রস্তুত। অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন আচরণ করছেন যে, তিনিই এ দেশের শাসক। গণতন্ত্রে এ ধরনের ঔদ্ধত্য গ্রহণযোগ্য নয়।’
সাংসদের কথায়, ‘মানুষ জানে যখনই কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে টাকা দিয়েছে, তখনই সেই টাকার অপব্যবহার করেছে তৃণমূল সরকার। তৃণমূল সরকার নিজেই মেনে নিয়েছে যে কিছু ‘চুরি’ হয়েছে। এটাই তাদের ভাষা। কিন্তু সবাই দোষী নয়, এটাই তাদের যুক্তি।’
#WATCH | On TMC MP Abhishek Banerjee, Union MoS and BJP MP Sukanta Majumdar says, “…Abhishek Banerjee should not talk like this. Whenever he wants, we are ready to provide the data…Abhishek Banerjee is behaving in such a way that he is the ruler of this country. This kind of… https://t.co/sFsSJIouwe pic.twitter.com/VOmlU4cql9
— ANI (@ANI) July 24, 2024