Sunday, December 7, 2025
HomeBharatTMC: টাকার বিনিময়ে লোকসভা সাইট 'অ্যাকসেস' অভিযোগে বিব্রত মহুয়া মৈত্র

TMC: টাকার বিনিময়ে লোকসভা সাইট ‘অ্যাকসেস’ অভিযোগে বিব্রত মহুয়া মৈত্র

- Advertisement -

রাজ্য জুড়ে চলছে বিজেপি তৃণমূল সংঘাত। এবার কেন্দ্রীয় আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখরকে চিঠি লিখলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তিনি তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে আইটি মন্ত্রকের তদন্তের দাবি করেছেন। তিনি দাবি করেছেন, ‘টাকার বিনিময়ে এক ব্যবসায়ীকে নিজের লোকসভা ওয়েবসাইটের অ্যাকাউন্টের লগইন অ্যাক্সেস দিয়েছিলেন মহুয়া মৈত্র।’

গতকাল অর্থাৎ রবিবার, বিজেপির নিশিকান্ত দুবে লোকসভার স্পিকার ওম বিড়লাকে এক বিস্ফোরক চিঠি লিখেছেন। তিনি দাবি করেছেন, সুপ্রিম কোর্টের এক আইনজীবীর কাছ থেকে তিনি একটি চিঠি পেয়েছেন। তাতে মহুয়া মৈত্র এবং ব্যবসায়ী দর্শন হিরানন্দানির মধ্যে ঘুষের টাকা লেনদেনের প্রমাণ রয়েছে। এই অভিযোগ ক্ষতিয়ে দেখার জন্য স্পিকারের কাছে একটি তদন্ত প্যানেল গঠনের আহ্বান জানিয়েছেন তিনি।

   

এরসঙ্গে নতুন চিঠিতে নিশিকান্ত দুবে, তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে একটি বিশেষ তদন্তের দাবি তুলেছেন। মহুয়া মৈত্র লোকসভা ওয়েবসাইটের জন্য দর্শন হিরানন্দানি এবং তাঁর রিয়েল-এস্টেট সংস্থা ‘হিরানন্দানি গ্রুপ’কে তাঁর নিজের লগ ইন অ্যাক্সেস দিয়েছিলেন কিনা, তার তদন্ত চেয়েছেন।

নিশিকান্ত দুবের আর্জি, মহুয়া মৈত্রের লোকসভা অ্যাকাউন্টের যত লগইন সার্টিফিকেট রয়েছে তার সব আইপি অ্যাড্রেস খতিয়ে দেখা হয় যেন। অর্থাৎ ঠিক কোন কোন স্থান থেকে তাঁর লোকসভা অ্যাকাউন্টে লগ ইন করা হয়েছে, তা আগে বের করার পরামর্শ দিয়েছেন নিশিকান্ত। আর তারপর, সেই দিন, সেই সময়ে ওই স্থানে মহুয়া মৈত্র সশরীরে উপস্থিত ছিলেন কিনা, তা যাচাই করার আর্জি জানিয়েছেন নিশিকান্ত।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular