নয়াদিল্লি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অম্বেকর-মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল সংসদ৷ বৃহস্পতিবার সংসদের অন্দরে একেবারে হাতাহাতিতে জড়ায় সরকার ও বিরোধীপক্ষ৷ সেই ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় সংসদের অন্দরে৷ বিজেপি’র অভিযোগ, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বিজেপি সাংসদ প্রতাপচন্দ্র ষড়ঙ্গীকে ধাক্কা মেরেছেন৷ তাতেই চোট পেয়েছেন তিনি৷ এই ঘটনায় সংসদ যখন উত্তাল, তখন নতুন করে রাহুলের বিরুদ্ধে উঠল অভিযোগের আঙুল৷ নাগাল্যান্ডের বিজেপি সাংসদ ফাংনন কনিয়াক বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যানের কাছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর নামে নালিশ ঠুকলেন। (BJP MP complaint against Rahul Gandhi)
খারাপ আচরণ রাহুলের BJP MP complaint against Rahul Gandhi
কনিয়াকের অভিযোগ, বৃহস্পতিবার সংসদের বাইরে বিজেপি এবং কংগ্রেসের যৌথ প্রতিবাদ কর্মসূচির সময় রাহুল গান্ধী তাঁর সঙ্গে খারাপ আচরণ করেছেন। রাহুল তাঁর খুব কাছাকাছি চলে এসেছিলেন৷ যার জন্য অস্বস্তিতে পড়তে হয় তাঁকে৷
ফাংনন কনিয়াক এক লিখিত অভিযোগে বলেন, ‘‘আমি মকর দ্বারের সিঁড়ির নিচে প্লাকার্ড হাতে দাঁড়িয়েছিলাম। নিরাপত্তা কর্মীরা সেখানে একটি প্যাসেজ তৈরি করেছিলেন যাতে অন্য দলের সম্মানিত সাংসদরা প্রবেশ করতে পারেন। হঠাৎ করে বিরোধী দলনেতা শ্রী রাহুল গান্ধীজি এবং তাঁর অন্যান্য দলের সদস্যরা আমার সামনে চলে আসেন, যদিও তাঁদের জন্য আলাদা পথ তৈরি করা হয়েছিল।”
চেয়ারম্যানের কাছে ব্যবস্থা গ্রহণের অনুরোধ BJP MP complaint against Rahul Gandhi
এই ঘটনা নিয়ে বিজেপি সাংসদ রাজ্যসভার চেয়ারম্যানের কাছে শীঘ্রই ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
রাজ্যসভায় গুরুত্বপূর্ণ বিতর্কের মাঝেই রাহুল গান্ধীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন কনিয়াক। তিনি জানান, একজন সংসদ সদস্য হলেও, তাঁর প্রতি অপমানজনক আচরণ করা হয়েছে। কনিয়াক বলেন, ‘‘উনি (রাহুল) আমার সঙ্গে উচ্চস্বরে অশোভন আচরণ করেছেন এবং তাঁর শারীরিক উপস্থিতি এতটাই কাছাকাছি ছিল যে, আমি, একজন মহিলা সদস্য হিসেবে, অত্যন্ত অস্বস্তিবোধ করেছি।’’
আত্মমর্যাদায় আঘাত লেগেছে
কনিয়াকের অভিযোগ, একজন মহিলা এবং আদিবাসী সম্প্রদায়ের সদস্য হিসেবে তাঁর আত্মমর্যাদায় আঘাত লেগেছে এবং তিনি রাজ্যসভার চেয়ারম্যানের কাছ থেকে সুরক্ষা প্রার্থনা করছেন।
এ বিষয়ে রাজ্যসভায় কথা বলার সময় কনিয়াক বলেন, ‘‘বিষয়টা এমন নয় যে আমি নিজের আত্মরক্ষায় অক্ষম, তবুও বলছি, এটি খুবই অশোভন এবং আমি প্রতিবাদ করিনি। তাঁর আচরণ আজ অত্যন্ত খারাপ ছিল এবং আমি খুব হতাশ।’’ কনিয়াকের অভিযোগে রাজ্যসভায় বিতর্ক উস্কে দিয়েছে৷
Bharat: Parliament uproar.Amit Shah’s Ambedkar remark sparks clash. BJP accuses Rahul Gandhi of assaulting MP. Nagaland MP files complaint against Gandhi for misconduct during joint protest.