নবী মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় পুলিশ হেফাজতে বিজেপি বিধায়ক

নূপুর শর্মার পর সম্প্রতি নবী মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে এসেছিলেন বিজেপি বিধায়ক টি রাজা সিং (T Raja Singh)। এবার তাঁকে হেফাজতে নিল তেলেঙ্গানা পুলিশ।

জানা গিয়েছে, মঙ্গলবার তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে স্থানীয় পুলিশ কর্মকর্তা জি কোটেশ্বর রাও বলেন, সিং-এর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ (ধর্মের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতার প্রচার) সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।

   

পুলিশের কাছে দায়ের করা অভিযোগে, অ্যাক্টিভিস্ট ওয়াজিহুদিদ্দীন সলমন বলেছেন, ‘সোমবার গভীর রাতে “শ্রী রাম চ্যানেল, তেলঙ্গানা” নামে একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা একটি ভিডিওতে রাজা সিং নবীর বিরুদ্ধে অশ্লীল ভাষা ব্যবহার করেছিলেন। পরে ভিডিওটি সরিয়ে নেওয়া হয়।’

সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) অসংখ্য স্লোগান-চেঁচামেচি কর্মীরা হায়দ্রাবাদ পুলিশ প্রধানের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে এবং সিংকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানায়। তারা হুমকি দিয়েছিল যে রাজা সিংকে, যিনি প্রায়শই তার উস্কানিমূলক বক্তৃতার জন্য খবরে থাকেন, তাকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার না করা হলে তারা বিক্ষোভ আরও তীব্র করবে।

পুলিশ কিছু বিক্ষোভকারীকে আটক করে যখন তারা কমিশনারের কার্যালয়ে প্রবেশের চেষ্টা করে। আমানুল্লাহ খান নামে এক স্থানীয় নেতা বলেন, রাজা সিং-এর বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর সময় ২০০ জনেরও বেশি মুসলিমকে গ্রেফতার করা হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন