
মধ্যপ্রদেশের ছাতারপুরে ভারতীয় জনতা পার্টির চান্দলার বিধায়ক রাজেশ প্রজাপতি থানায় ধর্নায় বসেছেন। এই সময় থানা ভারপ্রাপ্ত ইনচার্জ হেমন্ত নায়ক বিধায়ককে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। রাজেশ প্রজাপতি বিধানসভায় একটি ঘটনা নিয়ে থানায় পৌঁছেছিলেন। এরপর গভীর রাতে থানায় ধর্নায় বসেন। এরপর থানায় ধর্নায় বসেন বাদামালহারা বিধায়ক প্রদ্যুমন সিং এবং বিজেপির প্রাক্তন জেলা সভাপতি পুষ্পেন্দ্র প্রতাপ সিংও।
বিধায়ক রাজেশ প্রজাপতিকে রাজি করাতে ব্যস্ত এসপি শচীন শর্মা। এখনও ধরনা চলছে। বিধায়ক রাজেশ প্রজাপতির সঙ্গে SHO হেমন্ত নায়কের দুর্ব্যবহারের ভিডিও সামনে এসেছে। তবে কেন বিধায়ক ধর্নায় বসেছেন তা এখনও সামনে আসেনি। পুলিশের পক্ষ থেকেও সরকারিভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










