মুম্বই: হিন্দু মহিলাদের জিমে যেতে হবে না। তার পরিবর্তে বাড়িতেই যোগব্যায়াম করুন! বৃহস্পতিবার এই বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি (BJP) বিধায়ক গোপীচাঁদ পাদলকার (Gopichand Padalkar)। এদিন মহারাষ্ট্রের বিড় জেলায় একটি জনসমাবেশে বিজেপি বিধায়কের দাবী, দেশের জিমগুলিতে হিন্দু মহিলাদের বিরুদ্ধে “তুমুল চক্রান্ত” চলছে।
মূলত, মুসলিম সম্প্রদায়কে ইঙ্গিত করে বিজেপি বিধায়ক বলেন, “ওরা হিন্দু মেয়েদের প্রলোভন দেখাচ্ছে! হিন্দু মেয়েদের কাছে আমার বিনীত অনুরোধ, প্রশিক্ষকের বিষয়ে না জানলে তোমরা জিমে (Gym) যেও না। বরং ঘরেই যোগব্যায়াম করো।” সেইসঙ্গে তিনি বলেন, “আপনারা জানেন না, কতবর চক্রান্ত চলছে। “
পাশাপাশি, পরিচয়পত্র ছাড়া কলেজে আসা তরুণদের চিহ্নিত করে প্রবেশ নিষিদ্ধ করা উচিত, বলেও মন্তব্য করেন গোপীচাঁদ পাদলকার। মহারাষ্ট্রের বিজেপি বিধায়কের এই বক্তব্য ইতিমধ্যেই সমাজমাধ্যমে দাবানলের মত ছড়িয়ে পড়েছে। যার ফলে স্বাভাবিকভাবেই নেটিজেনদের মধ্যে উঠেছে বিতর্কের ঝড়। অনেকেই বিধায়কের মন্তব্যকে ‘তালিবানি মনোভাব’ হিসেবে উল্লেখ করেছেন। যদিও সমাজমাধ্যমে তুমুল নিন্দা সত্ত্বেও এখনও পর্যন্ত বিজেপি (BJP) বা বিধায়ক এই বিষয় নিয়ে মুখ খোলেনি।
প্রসঙ্গত, মহারাষ্ট্রের সাঙ্গলির বিজেপি বিধায়ক গোপীচাঁদ পাদালকর এর আগেও তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য সংবাদ শিরোনামে উঠে এসেছেন। এই জাট নেতা প্রায়শই সামাজিক ও ধর্মীয় সংবেদনশীল বিষয়ে মন্তব্য করে বিতর্কে জড়ান। চলতি বছরের জুলাই মাসেই পাদলকারের ভাষণের প্রতিবাদে মুম্বাইয়ের আজাদ ময়দানে খ্রিস্টান সম্প্রদায়ের হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন।
খ্রিস্টান পুরোহিত এবং মিশনারিদের উপর আক্রমণের জন্য ৩ লক্ষ থেকে ১১ লক্ষ টাকার মধ্যে আর্থিক পুরস্কার ঘোষণা করেছিলেন এই বিএজপি বিধায়ক। পাশাপাশি, খ্রিস্টান ধর্মীয় নেতাদের লক্ষ্য করে অত্যন্ত উস্কানিমূলক ভাষা ব্যবহার করার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। সব রাজনৈতিক দল নির্বিশেষে তাঁর মন্তব্যের তীব্র নিন্দা করে।