সামনে দাঁড়িয়ে বন্দে ভারত, আচমকা রেল লাইনে পড়ে গেলেন BJP বিধায়ক, তারপর…

bjp mla

ট্রেনের উদ্বোধন করতে গিয়ে রেললাইনে পড়ে গেলেন বিজেপি (BJP) বিধায়ক। আর এই ঘটনার ভিডিও বর্তমানে সামাজিক মাধ্যমে তীব্র গতিতে ভাইরাল হচ্ছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের ইটাওয়া থেকে একটি মর্মান্তিক ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে বিজেপি বিধায়ক সরিতা ভাদোরিয়া বন্দে ভারতকে সবুজ পতাকা দেখাতে গিয়ে রেললাইনে পড়ে যেতে দেখা গিয়েছে।

Advertisements

এদিকে তাঁকে বাঁচাতে অন্যান্য লোকজনও ঝাঁপিয়ে পড়েন রেললাইনে। যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী, বিধায়কের কোনও আঘাত লাগেনি। বিজেপি মহিলা বিধায়ক লাইনে পড়ে যেতেই ট্রেনের লোকো পাইলটও হর্ন বাজান। আর সেখানে দাঁড়িয়ে থাকা নেতারা ট্রেন না এগোনোর সংকেত দেন।

   

এই ট্রেনকে দেখতে সাধারণ মানুষের অতিরিক্ত ভিড় জমে গিয়েছিল স্টেশনে। যার জেরে ব্যাপক হুড়োহুড়িও পড়ে যায়। আর এই হুড়োহুড়ি চলাকালীন বিজেপি বিধায়ক প্ল্যাটফর্ম থেকে রেললাইনে পড়ে যান বলে অনুমান। ভিডিওতে দেখা যায়, বিধায়ক সরিতা ভাদোরিয়া রেললাইনের উপর প্ল্যাটফর্ম থেকে পড়ে যেতেই বিজেপি কর্মীরা তাঁকে তুলে নিতে ঝাঁপিয়ে পড়েন। তড়িঘড়ি করে তাঁদের রেললাইন থেকে তুলে প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া হয়।

সৌভাগ্যক্রমে, বিধায়ক আহত হননি এবং তিনি একটি বড় দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিলেন। সমাজবাদী পার্টির সাংসদ জিতেন্দ্র দোহরে, প্রাক্তন বিজেপি সাংসদ রামশঙ্কর কাঠেরিয়া, বিজেপির রাজ্যসভার সাংসদ গীতা শাক্য এবং সপা ও বিজেপি কর্মীরা বন্দে ভারতকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন।

Advertisements

আসলে এক নম্বর প্ল্যাটফর্ম খুব একটা বড় নয়। তারপরেও কয়েকশো এসপি এবং বিজেপি কর্মী সেখানে পৌঁছান। এ সময় যেখানে নেতারা ট্রেনের পতাকা উত্তোলনের প্রতিযোগিতায় নেমেছিলেন বলে দাবি করা হয়। শুধু তাই নয়, নতুন ট্রেনের সঙ্গে ছবি তুলতেও সকলের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।