চলন্ত গাড়িতে BJP বিধায়কের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু

ফের রাজনৈতিক জগতে শোকের ছায়া। উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলার গোলা বিধানসভা কেন্দ্রের পাঁচবারের বিজেপি (BJP) বিধায়ক অরবিন্দ গিরি মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। জানা…

চলন্ত গাড়িতে BJP বিধায়কের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু

ফের রাজনৈতিক জগতে শোকের ছায়া। উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলার গোলা বিধানসভা কেন্দ্রের পাঁচবারের বিজেপি (BJP) বিধায়ক অরবিন্দ গিরি মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন।

জানা গিয়েছে, লখনউয়ের সভায় যোগ দিতে যাচ্ছিলেন তিনি। সিধৌলির কাছে পৌঁছে চলন্ত গাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। এর পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তাঁর। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

তিনি টুইট করেন, ‘লখিমপুর খেরি জেলার গোলা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অরবিন্দ গিরির মৃত্যু দুর্ভাগ্যজনক। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। ভগবান রাম বিদেহী আত্মাকে তাঁর পায়ে একটি জায়গা দিন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের শোক সহ্য করার শক্তি দিন। এটি একটি অপরিমেয় ক্ষতি। ওম শান্তি।’

Advertisements

অরবিন্দ গিরির জন্ম হয়েছিল ১৯৫৮ সালের ৩০ জুন। সমাজবাদী পার্টির হাত ধরেই রাজনৈতিক জীবন শুরু করেছিলেন তিনি। ১৯৯৫ সালে তিনি রেকর্ড ব্যবধানে জয়লাভ করে গোলা পৌরসভার সভাপতি নির্বাচিত হন। এর পর ১৯৯৬ সালে তিনি সপা-র টিকিটে লড়ে ৪৯০০০ ভোটে জিতে বিধায়ক হন। ২০০০ সালে তিনি পুনরায় গোলা মিউনিসিপ্যাল কাউন্সিলের সভাপতি নির্বাচিত হন। ২০০২ সালে তিনি আবার সপা-র টিকিটে জিতে বিধায়ক হন।