Uttar Pradesh: নজির ভাঙার ছয় দশক, লখনউ মসনদে কংগ্রেসকে ভেঙে বিজেপির জোড়া জয়

প্রসেনজিৎ চৌধুরী, নয়াদিল্লি: ‘চলত মুসাফির মহুলিয়া রে…’ লখনউয়ের রুমি দরওয়াজা পেরিয়ে রাজপথ ধরে যাবতীয় ভোট সমীকরণ পিছনে রেখে বিজেপির হিন্দুত্ববাদী ‘পোস্টার বয়’ যে আশি-বিশ সূত্র দিয়েছিলেন, সেটি একেবারে মারকাটারি সফল। বিজেপি উত্তর প্রদেশে পরপর দুবার সরকার গড়ল। এও এক নজির।

তাৎপর্যপূর্ণ, উত্তরাখণ্ডেও পরিবর্তন নজির ভেঙেছে। বিজেপি এই রাজ্যেও ক্ষমতা ধরে রাখল। এর আগে কেরলে পরিবর্তন নজির ভেঙেছিল সিপিআইএম। যে সব রাজ্যে পাঁচ বছর অন্তর সরকার পরিবর্তন হয় তারা কেন পরিবর্তন বিমুখ এ নিয়ে বিস্তর আলোচনা চলছে।

   

Uttar Pradesh: নজির ভাঙার ছয় দশক, লখনউ মসনদে কংগ্রেসকে ভেঙে বিজেপির জোড়া জয়

যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ফের। রাজ্যের বিশ শতাংশ সংখ্যালঘু ভোট দরকার নেই এমন অবস্থান থেকেই আশি শতাংশ সংখ্যাগুরু ভোটের জন্য ঝাঁপ মেরেছিলেন তিনি। বেকারত্ব বৃদ্ধির সূচক পিছনে রেখে ধর্মীয় ইস্যুটি কাজে লাগিয়ে বিজেপি জয়ী। সংখ্যালঘু ভোট চলে গেছে সমাজবাদী পার্টির ঘরে। একেবারে দ্বিমুখী ভোট ফল। হয় বিজেপি নয় সমাজবাদী পার্টি।

এই ভোটে জয়ী বিজেপি লখনউয়ের মসনদে দীর্ঘ ৬২ বছর পর নজির গড়ল। টানা পাঁচ বছর শাসনের পর টানা দ্বিতীয়বার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী পদে যোগী।

যোগী আদিত্যনাথ ভাঙলেন কংগ্রেসের নজির। উত্তর প্রদেশে গোবিন্দবল্লভ পন্থ ও সম্পূর্ণানন্দ পরপর দু’বার মুখ্যমন্ত্রী হয়েছিলেন। পন্থ ১৯৫০-১৯৫৪ সালের মধ্যে টানা দু’বার আর সম্পূর্ণানন্দ ১৯৫৪-১৯৬০ সালের মধ্যে এই নজির গড়েছিলেন। এরপর এলেন যোগী আদিত্যনাথ। বিজেপি ভাঙল কংগ্রেসের সেই ছয় দশক পুরনো জোড়া জয়ের নজির।

বিজেপির এই নজিরগড়া জয়ের পর গোমতী থেকে যমুনা পারের রাজনীতিতে ফিরে এসেছে কংগ্রেস ইতিহাস। যখন উত্তর প্রদেশে কংগ্রেস ছিল আর কারোর অস্তিত্বই ছিল না। আর এখন এ রাজ্যেই কংগ্রেস অস্তিত্বহীন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন