১৫ অগাস্টের আগেই বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা হতে পারে, জল্পনায় একাধিক হেভিওয়েট নেতা

নয়াদিল্লি: স্বাধীনতা দিবসের (১৫ আগস্ট) আগেই বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতির চেয়ারে বড়সড় রদবদল হতে চলেছে—এমনটাই জোর গুঞ্জন রাজনৈতিক মহলে। সূত্র মারফত জানা যাচ্ছে, দলের বর্তমান…

bjp announces candidate for by election

নয়াদিল্লি: স্বাধীনতা দিবসের (১৫ আগস্ট) আগেই বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতির চেয়ারে বড়সড় রদবদল হতে চলেছে—এমনটাই জোর গুঞ্জন রাজনৈতিক মহলে। সূত্র মারফত জানা যাচ্ছে, দলের বর্তমান সভাপতি জগৎপ্রকাশ নড্ডার (JP Nadda) উত্তরসূরি হিসেবে একাধিক প্রবল সম্ভাব্য নাম নিয়ে জল্পনা তুঙ্গে।

উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারিতে বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব গ্রহণ করেন নড্ডা। তার মেয়াদ গত বছর শেষ হওয়ার কথা থাকলেও, ২০২৪ লোকসভা নির্বাচনের প্রস্তুতির জন্য দলের তরফে তার মেয়াদ বাড়ানো হয়। নির্বাচনের পরে, এখন দল নয়া নেতৃত্বের খোঁজে।

   

সম্ভাব্য নামগুলির তালিকায় কারা কারা?
হিন্দুস্থান টাইমস সহ একাধিক জাতীয় মিডিয়া সূত্রে দাবি করা হয়েছে, বিজেপি ও তাদের আদর্শগত মাতৃসংস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) এখনো আনুষ্ঠানিকভাবে কোনও নাম চূড়ান্ত না করলেও, দলের অন্দরে বেশ কয়েকটি নাম নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে।

ধনঞ্জয় প্রধানে (Dharmendra Pradhan)
ওড়িশার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ধনঞ্জয় প্রধানে অন্যতম সম্ভাব্য মুখ। সম্প্রতি ওড়িশায় প্রথমবারের মতো ক্ষমতায় এসেছে বিজেপি। সেক্ষেত্রে ওড়িশা থেকে প্রধানে-কে সভাপতি করা হলে তা বিজেপির পূর্ব ভারত জয়ে একটি কৌশলগত পদক্ষেপ হতে পারে।

ভূপেন্দ্র যাদব (Bhupender Yadav)
পরিবেশমন্ত্রী এবং রাজস্থানের প্রভাবশালী নেতা ভূপেন্দ্র যাদবের নামও উঠে আসছে। অমিত শাহের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই নেতা দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক দায়িত্বে ছিলেন, এবং ‘টেকনিক্যাল ম্যানেজার’ হিসেবেও তার পরিচিতি রয়েছে।

শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)
মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান কৃষিমন্ত্রী শিবরাজ চৌহানও দৌড়ে রয়েছেন। তাঁর সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততার দিকটি দল বিবেচনা করতে পারে।

Advertisements

বিডি শর্মা (BD Sharma)
বিজেপির এক অভিজ্ঞ নেতা বিডি শর্মা। তাঁর দীর্ঘ সংগঠনিক অভিজ্ঞতা এবং দলের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব তাকে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী করে তুলছে।

মনোহরলাল খট্টর (Manohar Lal Khattar)
হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী খট্টর-ও দৌড়ে আছেন বলে জানা গেছে। তিনি হিন্দি বলয় রাজনীতিতে বিজেপির অন্যতম মুখ, এবং সংগঠনগত দক্ষতাও যথেষ্ট।

কবে ঘোষণা হতে পারে?
দলের অন্দরে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে, বেশ কয়েকটি সূত্রে দাবি, ১৫ আগস্ট বা তার আশপাশে এই ঘোষণা হতে পারে। যদিও বিজেপির চরিত্র অনুযায়ী, হঠাৎ করেই এক ‘সারপ্রাইজ’ নামও সামনে আসতে পারে।

২০২৪ নির্বাচনে জয় পেয়ে বিজেপি এখন পরবর্তী সংগঠনিক পরিকল্পনায় মন দিয়েছে। নয়া সভাপতির মাধ্যমে দল ২০২9 এবং আরও দূরদর্শী লক্ষ্য স্থির করতে চাইছে। তবে যেই আসুক, দলের ভিতরে ও বাইরে শক্তিশালী বার্তা দেওয়া যে লক্ষ্য, তা স্পষ্ট। এখন দেখার, এই পদের দায়িত্ব কে পান, এবং কবে তা ঘোষণা হয়।